ওয়ার্ডপ্রেস ব্লগে ইউটিউব ভিডিও ডিসপ্লে করবেন যে ভাবে।

বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় না এমন কোন বিষয় নেই । আবার ইউটিউব হল বিশ্বের সব চেয়ে বড় ভিডিও সার্চ ও প্লে ইঞ্জিন । তাই স্বভাবতই আমাদের প্রয়োজন পড়ে এই ওয়ার্ডপ্রেস ব্লগ পোষ্টেম মধ্যে ইউটিউব ভিডিও এমবেড করার। তাহলে এখন উপায় ? হ্যা উপায় হল বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস প্লাগিন আছে যে গুলো ব্যবহার করে আপনি সহজে ওয়ার্ডপ্রেস ব্লগ পোষ্টের মাঝে এই ইউটিউব ভিডিও এমবেড করতে পারবেন। কিন্ত আপনারা জানেন যে, আমার পোষ্ট মানেই প্লাগিন ছাড়া ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট তাই আমি আপনাদের আমার এই পোস্টে দেখাবো যে, কি ভাবে আপনি কোন প্রকার প্লাগিন না ইউজ করে শুধু মাত্র কোডিং এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন পোষ্ট বা পেজে ইউটিউব ভিডিও ডিসপ্লে করবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:
(ওয়ার্ডপ্রেস এ কোন প্রকার কোডিং করার সময় যে ফাইল টা এডিট করবেন সেটির ব্যাকআপ রাখবেন।

১. প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোড এ যান।
২. এবার আপনি যে থিমে এই কাজ টা করতে চান সেটি সিলেক্ট করুন।
৩. এবার আপনি functions.php ফাইল টা ওপেন করুন।
৪. এবার নিচে থেকে কোড গুলো কপি করুন।

[php]/*
Shortcode to display youtube thumbnail on your wordpress blog.
Usage:
[youtube_thumb id="VIDEO_ID" img="0" align="left"]
VIDEO_ID= Youtube video id
img=0,1,2 or 3
align= left,right,center
*/
function wp_youtube_video_thumbnail($atts) {
extract(shortcode_atts(array(
‘id’ => ”,
‘img’ => ‘0’,
‘align’=>’left’
), $atts));
$align_class=’align’.$align;
return ‘<img src="http://img.youtube.com/vi/’.$id.’/’.$img.’.jpg" alt="" class="’.$align_class.’" />’;
}
add_shortcode(‘youtube_thumb’, ‘wp_youtube_video_thumbnail’);[/php]

৫. কপি করা কোড গুলো functions.php ফাইল এর ভিতরে পেষ্ট করে সেভ করুন।
এবার আপনার যে পোষ্টে ইউটিউব ভিডিও দেখাতে চান তার মাঝে এই কোড টুকু বসিয়ে দিবেন।
[css][youtube_thumb id="rNWeBVBqo2c" img="0" align="center"][/css]
উপরের কোড থেকে “rNWeBVBqo2c” পরিবর্তন করে আপনার নির্দিষ্ট ভিডিও এর কোড বসিয়ে দিবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment