আপনার ব্লগের প্রতিটি পোষ্টে কতগুলো শব্দ থাকবে তা আপনিই ঠিক করে দিন!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আর আমি সবসময় ভালো থাকি কারণ: প্রতিনিয়ত আপনাদের ও আপনাদের প্রিয় ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য নতুন নতুন কোড নিয়ে আসতে পারছি। তাই আমার ও ভালো লাগছে। বর্তমান সময়ে ব্লগিং একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা তাই অনেক সুধীজন এই পেশাকে তার জীবনের স্বম্বল করে নিচ্ছেন। আমাদের অনেকের মাল্টি ইউজার ব্লগ আছে আর তাতে প্রতিদিন অনেক অনেক পোষ্ট করা হয়। কিন্তু সমস্যা হল একটা যে, কিছু কিছু ভাই আছেন যারা আসলে ব্লগিং এর কিছু বোঝেন না। তাই কোন ব্লগে একাউন্ট খুলে তাতে পোস্ট করেন কিন্তু সেই পোষ্টের মান একদম ভালো হয় না। আর একটি মূল সমস্যা হল তারা 10-20 টি ওয়ার্ড লিখে পোষ্ট টি পাবলিশ করেন। আর যত বিড়ম্বনা সামলাতে হয় ব্লগের এডমিন কে যে, সেই পোষ্ট টি এডিট করা, মান বাড়ানো ইত্যাদি। তাই আপনি যদি চান তাহলে কোন ইউজার আর এই কয়েকটি মাত্র শব্দ দিয়ে পোষ্ট সাবমিট করতে পারবে না। আপনার ইচ্ছামত সংখ্যক শব্দকে সর্বনিম্ন শব্দ করে রাখতে পারবেন। কোন ব্যক্তি যদি তার চেয়ে কম সংখ্যক শব্দ দিয়ে পোষ্ট পাবলিশ করতে যায় তা হলে ইরর দেখাবে ঠিক এই রকম:

এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

প্রথমে নিচের কোড টুকু আপনার ওয়ার্ডপ্রেস থিমের functions.php ফাইলে সেভ করতে হবে।

function minWord($content){
	global $post;
        $num = 100; //set this to the minimum number of words
	$content = $post->post_content;
	if (str_word_count($content) <  $num)
	    wp_die( __('Error: your post is below the minimum word count.') );
}
add_action('publish_post', 'minWord');

উপরের কোডের মধ্যে 100 এর স্থানে আপনার ইচ্ছামত ওয়ার্ড নাম্বার বসিয়ে দিবেন। তাহলে আপনার নির্দেশিত সংখ্যক শব্দের নিচে আর কেউ পোষ্ট করতে পারবে না।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment