আপনার ওয়ার্ডপ্রেস এর সকল এক্সটার্নাল রিকোয়েষ্ট বন্ধ করে দিন!!

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশাকরি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে, সমস্ত ভাইরা ব্লগিং করেন আমি বলতে পারি তাদের মধ্যে শতকরা 99 ভাগ লোক ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। আমি নিজেও ওয়ার্ডপ্রেস এর একজন বিশেষ ভক্ত। আর আপনারা সবাই ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন এটা আমিও চাই, কারণ: ওয়ার্ডপ্রেস যেমন সহজ তেমনি আরো সহজে খুব বেশি কাজ না জেনেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন। কিন্তু, মাঝে মাঝে দেখা দেয় নানান সমস্যা সেগুলোর মত একটি সমস্যা হল আপডেট সমস্যা যারা প্রতিনিয়ত তুখোড় ভাবে ব্লগিং করেন এবং যাদের মাল্টি ইউজার ব্লগ আছে তাদের জন্য ওয়ার্ডপ্রেস ব্লগ আপডেট রাখা খুবই জরুরি। কারণ: আপডেট রাখলে আপনার ব্লগ হ্যাকিং এর হাত থেকে বাচতে পারে, (নতুন নতুন ভার্সনে সিকিউরিটির দিক খেয়াল করা হয়)। আর যারা শুধু ব্যক্তিগত ভাবে ব্লগিং করেন ও সেখানে তেমন কোন গুরুত্বপূর্ণ জিনিষ রাখা হয়না। বা ঠিকমত সময় দেয়া হয় না। তারা এই আপডেট নোটিফিকেশন কে খুব ভালো চোখে দেখেন না। তাই আমার এবারের পোষ্ট সেই সব ভাইদের জন্য। আপনারা যদি আপনার ওয়ার্ডপ্রেস এর সকল প্রকার নোটিফিকেশন রিকোয়েষ্ট বন্ধ করতে চান তাহলে আপনাকে খুব ছোট্ট একটা কাজ করতে হবে।

১. প্রথমে আপনার সিপ্যানেলে প্রবেশ করুন।

২. আপনার wp-config.php ফাইল এডিট মোডে ওপেন করুন।

৩. নিচের কোড টি এর মধ্যে পেষ্ট করে সেভ করুন।

define('WP_HTTP_BLOCK_EXTERNAL', true);

এখন থেকে আপনাকে আর কোন প্রকার এক্সটার্নাল রিকোয়েষ্ট করা হবে না।

সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment