আপনার ওয়ার্ডপ্রেস থিমে RSS feed ডিসপ্লে করবেন যে ভাবে।

আশাকরি সকলে খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় ব্লগিং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা তো আর আপনাদের কে বলা লাগবে না। কারণ আমরা সবাই এটা জানি। আর ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সুন্দর সুন্দর ব্লগ তৈরী করা যায় কিন্তু সমস্যা হল একটাই, যে, জনপ্রিয় সব অপশন আপনি যদি ওয়ার্ডপ্রেস এ পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অনেক প্লাগিন। আর এই প্লাগিন মানেই হচ্ছে আপনার ব্লগের লোডিং টাইম বেশি করা। তাই আপনার উচিত হবে যতটা সম্ভব এই প্লাগিন কে দূরে রাখা কিন্তু আপনি চাইলেই প্লাগিন ছাড়া কোন একটি অপশন যুক্ত করতে পারবেন না। যদি করতে চান তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেস এর কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে সম্ভব আর আমার ওয়ার্ডপ্রেস সম্পর্কিত পোষ্ট মানেই হল প্লাগিন ছাড়া ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। তাই আসুন দেখি এবারের পর্বে আপনাদের জন্য কি কোডিং থাকছে। হ্যা এবারের পর্বে আপনাদের দেখাবো যে কিভাবে কোডিং এর মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমে RSS feed যুক্ত করবেন। প্রথমে আপনি নিচের থেকে এই কোড টুকু কপি করে নিন।

<?php
          include_once(ABSPATH.WPINC.'/rss.php');
          wp_rss('আপনার ফিড ইউ,আর,এল', 5);
?>
উপরের কোড এর মধ্যে আপনার ফিড ইউ,আর ,এল বসান। এবার আপিনি আপনার থিমের যে খানে ফিড ডিসপ্লে করাতে চান সেখানে যুক্ত করুন। এবার সেভ করুন।
এখন আপনি আপনার ব্লগের হোম পেজ এ আসুন এবং রিফ্রেশ করুন তাহলে আপনার নির্দিষ্ট স্থানে ফিড লিংক দেখতে পাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment