মহাশুন্যের চমৎকার এবং অসাধারণ কিছু ছবিঃ গত সপ্তাহে তোলা

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপান্দের সাথে শেয়ার করব গত সপ্তাহের মহাশুন্যের চমৎকার ছবি। আশা করি আপানদের ভালই লাগবে! তো চলুন দেখি ছবিগুলো-

মেঘের পূর্ভাবাস

আকাশের মাঝে পুঞ্জ পুঞ্জ মেঘের ছবিটি  ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এর তোলা। এই মাসের ৪ তারিখ প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময়ে তোলা মহাশুন্যের ছবি।

রাজমুকুটের  জ্যোতি


স্বর্পিলাকার ছায়াপথ NGC 6872 হল ছায়াপথের রাজা
এটি দক্ষিনের নক্ষত্র পুঞ্জ পাভো তে অবস্থিত যা পৃথিবী থেকে ২১২ মিলিয়ন আলোকবর্ষ দূরে।
ছবিটি ১০ জানুয়ারি  European Southern Observatory এর বিশাল দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তোলা যেখানে মিশ্রিত দৃশ্যমান আলো, অতিবেগুনী, এবং ইনফ্রারেড বিকিরণ দেখা যাচ্ছে।

রাতে পাথরের উপরে নকশা


ছবিতে আদি মার্কিনীদের ঐতিহ্যগত পাথুরে নকশা যা পেত্রগ্লিফস নামে পরিচিত তার বিপরীতে ছায়াপথ দেখা যাচ্ছে। এটি  ১৪ জানুয়ারি পুর্ব সিয়েরা নেভাদা থেকে তোলা।

কুয়াশাচ্ছন্ন দিন


১৪ জানুয়ারি বেইজিং শহর থেকে তোলা। যেখানে ধূসর, বাদামী ছাপকে উজ্জ্বল সাদা মেঘে ঢেকে দিচ্ছে।

সৌর অগ্ন্যুৎপাত


এই ছবিটি, জোড়া উপগ্রহের  মাঝ থেকে নেওয়া যাকে বলা হয় স্টেরিও এবং  ১৪ জানুয়ারী প্রকাশিত ।

মরুভূমি বাতাস


ছবিটি পশ্চিমা সাহারা মরুভূমির। যখন উত্তপ্ত শুষ্ক বাতাস বইছিল সেই মুহুর্তে আকাশের নীলের সাথে উত্তপ্ত বালি মিশে গেছে যেন।

হর্সস্যু বাঁধ


অ্যারিজোনার  কলোরাডো নদীর গ্লেন ক্যানিয়নে অবস্থিত হর্সস্যু বাঁধ এর ছবি।

গ্রহ গুর্ণন


ছবিতে star HD 142527 মাঝে এবং তার চারপাশে গ্যাস এবং ধ্বংসাবশেষ এর বলয়। ছবিটি ২ জানুয়ারী European Southern Observatory এর তোলা।

শনির অন্ধকার দিক


ছবিতে শনির উপর ছায়াটি তার প্রধান উপগ্রহ মামুস এর। যা শনিকে অন্ধকার করে রেখেছে।

শনি গ্রহের আরো একটি ছবি

আজ এতো টুকুই। সবাই ভালো থাকুন।

Leave a Comment