ওয়ার্ডপ্রেস এর অটো লগআউট এর সময় বর্ধিত করবেন যে ভাবে।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় খুব ভালো আছি। অনেক সময় আমরা এমন সমস্যার সম্মুখিন হই যে, কোন একটি ওয়ার্ডপ্রেস সাইট এ লগিন করার  দুই এক দিন পর আবার ঢুকতে গেলে সেখানে আবার লগিন করতে হয়। কারণ সেই ওয়ার্ডপ্রেস সাইট আপনাকে একটি নির্দিষ্ট সময়ে লগআউট করে দেয়। আর এর সময় হচ্ছে খুব কম। আর আপনি যদি কোন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ এর মালিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের এই অটোমেটিক লগআউট এর সময় বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। এর জন্য আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস থিম এর functions.php ফাইলে নিচের কোড গুলো লিখে সেভ করতে হবে।

function logged_in( $expirein ) {
   return 604800; // 1 week in seconds
}
add_filter( 'auth_cookie_expiration', 'logged_in' );

উপরের 604800 হল সেকেন্ডে এক সপ্তাহ সেট করা আছে। আপনি যে কয়দিন সেট করতে চান তাকে সেকেন্ড করে এখানে সেট করে নিবেন।
ধন্যবাদ।

Leave a Comment