ওয়ার্ডপ্রেস এ Top authors লিষ্ট দেখান কোন প্রকার প্লাগিন ছাড়া!!

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমাদের মাল্টি ইউজার ওয়ার্ডপ্রেস ব্লগের একটা অত্যাবশ্যকীয় বিষয় হল এই যে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সাইডবারে অথবা অন্য কোথাও টপ অথর লিষ্ট দেখাতে হয়। তা না হলে লেখক রা উতসাহিত হয় না। তাই এই কাজের জন্য আমাদে সাহায্য নিতে হয় বিভিন্ন প্রকার প্লাগিন এর। কিন্তু আসল কথা কি জানেন আপনি যত প্লাগিন ব্যবহার করবেন আপনার সাইট তত বেশি স্লো হয়ে যাবে। তাই আজ আমি আপনাদের জন্য একটা দারুন কোড নিয়ে আসলাম যার সাহায্যে আপনি খুব সহজে আপনার সাইটের সাইডবারে ‘টপ অথর লিষ্ট‘ দেখাতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে একটা বিশেষ কাজ করতে হবে। সেটা হল: আপনার সাইটের উইজেট এ পি, এইচ,পি এক্সিকিউট করে নিতে হবে আর এই কাজের জন্য আপনি এই পোষ্ট এর সাহায্য নিতে পারেন। তার পর আপনার ব্লগের উইজেট থেকে একটা সিম্পল টেক্সট উইজেট নিয়ে আপনার সাইডবার বা যে কোন যায়গায় বসান এবং নিচের কোড টা এর মধ্যে পেষ্ট করে সেভ করুন।

<?php foreach ( get_users('order=DESC&orderby=post_count&number=5') as $user ) : ?>
    <?php echo $user->display_name; ?> (<?php echo $user->post_count; ?> Posts)
<?php endforeach; ?>

এখন দেখবেন আপনার ব্লগের হোমপেজ এ টপ অথর লিষ্ট দেখাবে।

Leave a Comment