আপনার ওয়ার্ডপ্রেস এর ফাইল আপলোড লিমিট 2MB থেকে বাড়িয়ে নিন!!

কেমন আছেন সবাই? আশাকরি সকলে ভালো আছেন। আমরা যারা বিভিন্ন ব্লগে ব্লগিং করি তারা অবশ্যই জেনে থাকব যে, ওয়ার্ডপ্রেসে কোন ফাইল আপলোড করতে হলে তার ম্যাক্সিমাম সাইজ হল ২ মেগা বাইট। তাইনা? হ্যা তাই। আবার কিছু কিছু সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে এর চেয়ে বড় ফাইল আপলোড করার প্রয়োজন পড়ে। তখন কি করবেন? হ্যা উপায় আছে আর সেই উপায় নিয়ে আমার এবারের পোষ্ট প্রথমে আপনাকে যা করতে হবে তা হল: প্রথমে আপনি আপনার সি প্যানেল থেকে php.ini ফাইলটি এডিট মোডে ওপেন করুন এখানে দেখবেন এই রকম লেখা আছে: ‘upload_max_filesize = 2M’ এটাকে আপনি এই ভাবে পরিবর্তন করে দিন: ‘upload_max_filesize = 64M‘
ব্যাস আপনার কাজ শেষ এবার থেকে আপনার ওয়ার্ডপ্রেস এ সর্বোচ্চ ৬৪ মেগা বাইটের ফাইল পর্যন্ত আপলোড হবে।

ধন্যবাদ।

Leave a Comment