অটোমেটিক Signature যুক্ত করুন এডমিন কমেন্ট এ কোন প্লাগিন ছাড়া।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের যাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ আছে, অর্থাত আমরা যারা কোন ব্লগের /ওয়ার্ডপ্রেস ব্লগের এডমিন তাদেরকে অনেক সময় বিভিন্ন পোষ্ট এ কমেন্ট করতে হয় আবার অধিকাংশ পোষ্ট এ কমেন্ট করার সময় কোন একটা কথা বার বার লিখতে হয়, মানে আমি বলতে চাচ্ছি যে, এমন কিছু কথা আছে যেটা সব কমেন্ট এ লিখতে হয। তাই এটা করতে আমাদের সেই কথাটা প্রত্যেক কমেন্ট এ কষ্ট করে লিখতে হয়। কিন্তু আমি এখন আপনাদের সাথে যে কোড শেয়ার করব সেটা ব্যবহার করলে আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনি শুধু একবার খুব সাবধানতার সাথে আপনার ওয়ার্ডপ্রেস এর functions.php এর মধ্যে লিখে রাখবেন। এবং এবার থেকে প্রত্যেকবার আপনি কমেন্ট করলে আপনার লিখে রাখা লেখাটি আপনার মুল কমেন্ট এর পরে অটোমেটিক যুক্ত হবে। তাহলে আসুন কোড টির সাথে পরিচিত হই।

add_filter( 'comment_text', 'my_comment_text' );
function my_comment_text( $mytext ) {
        $id = get_comment(get_comment_ID())->user_id;
        global $comment;
        if($id == 1 ){
                $mytext = get_comment_text( $comment ) . '<hr />Test comment text!';
        }else{
                $mytext = get_comment_text( $comment );
        }
        return $mytext;
}

এখন উপরের Test comment text! লেখাটি আপনাদের ইচ্ছামত এডিট করুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment