সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। ভাই এখন এই পৃথিবীটাই চলছে উল্টাপাল্টা তাই ওয়ার্ডপ্রেস বলছে; দেখি আমিও একটু উল্টাপাল্টা হয়ে, কেমন দেখা যায়?
হ্যা ভাই আমি এবার যে কোড টা আপনাদের সাথে শেয়ার করব সেটা দিয়ে আপনার পুরো ওয়ার্ডপ্রেস এর চেহারা একদম উল্টা করে দিতে পারবেন। এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এখন আমি যে কোড টা শেয়ার করব সেটা আপনার style.css এর মধ্যে যোগ করে সেভ করুন।
body{ -moz-transform: rotate(180deg); -webkit-transform: rotate(180deg); -o-transform: rotate(180deg); } কি? কেমন দেখলেন? মজা না? হ্যা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি মনে করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আরও সুন্দর সুন্দর ওয়ার্ডপ্রেস হ্যাকড কোড পেতে হলে সাথেই থাকুন। ধন্যবাদ।