ওয়ার্ডপ্রেস রেজিস্ট্রেশন পেজে এক্সট্রা মেসেজ যোগ করুন সহজে।

আমদের ব্লগের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, কোন ইউজার যখন আমাদের ব্লগে রেজিস্ট্রেশন করে তখন তাদের কে কিছু এক্সট্রা নিয়ম নীতি দেখাতে হয়। আর যদি সেটা ইউজার রেজিস্ট্রেশনের সময় দেখানো যায় তাহলে আরো ভালো হয়। তাই এই জন্য আমি আজ আপনাদের জন্য একটা কোড নিয়ে হাজির হলাম যেটা ব্যবহার করলে আপনার ব্লগে কোন ইউজার যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে সে সময় তাকে কিছু এক্সট্রা তথ্য দেখাবে সেখানে আপনি আপনার ব্লগের নীতিমালা লিখে রাখতে পারেন। যেমন:

তার জন্য আপনাকে প্রথমে এখান থেকে এই কোড গুলো কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করতে হবে।

add_action(‘register_form’, ‘register_message’);
function register_message() {
$html = ‘
<div style=”margin:10px 0;border:1px solid #e5e5e5;padding:10px”>
<p style=”margin:5px 0″>
Joining this site you agree to the following terms. Do no harm!
</p>
</div>’;
echo $html;
}

উপরের কোড গুলোর মধ্যথেকে আপনি Joining this site you agree to the following terms. Do no harm! এই লেখা টা রিপ্লেস করে আপনার ইচ্ছামত একটা দিয়ে দিবেন।
ধন্যবাদ।

2 thoughts on “ওয়ার্ডপ্রেস রেজিস্ট্রেশন পেজে এক্সট্রা মেসেজ যোগ করুন সহজে।”

Leave a Comment