ওয়ার্ডপ্রেস ইউজার প্রোফাইল হতে অপ্রয়োজনীয় Personal Options হাইড করুন।

আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে একটু বেশি মাতা মাতি করি তারা অবশ্যই খেয়াল করব যে, আমাদের ইউজার প্রোফাইল পেজে সবার উপরে Personal Options নামে একটা সেকশন আছে। ঠিক এই রকম:

আসলে এটি তেমন কোন কাজে লাগে না। তাই আপনি ইচ্ছা করলে এই Personal Options নামের সেকশন টি হাইড করে রাখতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে এখান থেকে এই কোড গুলো কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

function hide_personal_options(){
echo “\n” . ‘jQuery(document).ready(function($) { $(\’form#your-profile > h3:first\’).hide(); $(\’form#your-profile > table:first\’).hide(); $(\’form#your-profile\’).show(); });’ . “\n”;
}
add_action(‘admin_head’,’hide_personal_options’);

এবার আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আপনার প্রোফাইল পেজে যান। আশাকরি সেখানে আপনি আর এই Personal Options টি দেখতে পাবেনন না।

Leave a Comment