লেখকদের জন্য টাকা আয়ের ব্যবস্থা

গুগল অ্যাডসেন্স এ যাদের একাউন্ট আছে তারা খুব সহজেই টাকা আয় করতে পারেন, তাদের অ্যাডসেন্স কোডগুলো তাদের লিখিত ব্লগের যেকোন অংশে দিয়ে। এ জন্য টিউটরিয়ালবিডি তার ইংরেজী সংস্করন উম্মুক্ত করেছে, দেখতে পাবেন এখানে
খুব সহজেই আপনি আপনার পোস্টের যেকোন অংশে আপনার অ্যাডসেন্স কোড বসাতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে-
১. প্রথমে en.tutorialbd.com এ রেজিস্ট্রশন করতে হবে।
২. অন্যান্য ব্লগের মতো এখানে আপনি ব্লগ লিখবেন। আপনার পোস্টের যে কোন অংশে<!–adsense–><!–adsense–> এর মধ্যে আপনার অ্যডসেন্স কোড বসিয়ে দিন।

৩. নিচের ছবিটি দেখুন:
untitled15.JPG
ছবির বর্ণনা:

  • (১) 1 চিনহ্নিত বাটনটিতে ক্লিক করলে আপনি <!–adsense–> লেখাটি আনার টেক্সট বক্সে যুক্ত হবে। এর পর অ্যডসেন্স কোড লিখুন।
  • (২) চিত্রের 2 লিখিত অংশে <!–adsense–> দেখা যাচ্ছে ।
  • (৩) এর পরই আপনার অ্যাডসেন্স কোড দিন। কোড শেষে আবার <!–adsense–> লিখে দিন।

আপনার লিখিত ব্লগের আউটপুট আসবে অনেকটা এরকম।

একটা ব্যপার আপনার নিজের পোস্টে, বা আপনার পাতায়  টিউটরিয়ালবিডি কোন অ্যাড দিবে না।

4 thoughts on “লেখকদের জন্য টাকা আয়ের ব্যবস্থা”

  1. Pingback: বাংলা টিউটরিয়াল » Blog Archive » লেখা জমা দিয়ে জিতে নিন মোবাইল ফোন সহ ১০,০০০ টাকার পুরস্কার

Leave a Comment