ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের মেটা বক্সের ড্রাগিং ইফেক্ট বন্ধ করুন সহজে!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডএ ঢুকি তখন সেখানে কিছু মেটা বক্স দেখা যায়। আর চাইলেই সেগুলোকে মাউস দিয়ে ড্রাগ করে স্থান পরিবর্তন করা যায়। ঠিক এই রকম:

আপনি যদি চান তাহলে এই মেটা বক্স এর ড্রাগিং ইফেক্ট বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

function disable_drag_metabox() {
    wp_deregister_script('postbox');
}
add_action( 'admin_init', 'disable_drag_metabox' );

এবার আপনার ব্লগের ড্যাশবোর্ড এর মেটা বক্স মাউস দিয়ে কেন, হাত দিয়ে টেনেও সরাতে পারবেন না।
সবাইকে ধন্যবাদ।

Leave a Comment