ওয়ার্ডেপ্রেস এ পার্মালিংক সেট করুন কোডিং এর মাধ্যমে !!

প্রিয় বন্ধু রা। ওয়ার্ডপ্রেস কোডিং এর ধারাবাহিকতায় আমরা এবার আলোচনা করব ওয়ার্ডপ্রেস এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হল পার্মালিংক। আমরা সাধারণত সেটিং অপশন থেকে পার্মালিংক সেট করে থাকি। আপনি ইচ্ছা করলে আপনার ওয়ার্ডপ্রেস এর ফাংশন এর মাধ্যমে কোডিং করে পার্মালিং সেট করতে পারবেন। আর এটা করার জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

// set permalink
function set_permalink(){
    global $wp_rewrite;
    $wp_rewrite->set_permalink_structure('/%year%/%monthnum%/%postname%/');
}
add_action('init', 'set_permalink');

আপনাদের সুবিধার জন্য নিচে আমি কিছু পার্মালিং এর কোড দিলাম:
/%year%/%monthnum%/%day%/%postname%/
/%year%/%monthnum%/%postname%/
/archives/%post_id%
/%postname%/
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment