ওয়ার্ডপ্রেস 3.3+ থেকে Howdy লেখা রিমুভ করে নিন।

আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি জানি আপনারা প্রায় সকলে ব্লগিং করেন আর এই ব্লগিং এর ক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন। কারণ, ওয়ার্ডপ্রেস অপেক্ষাকৃত সহজ ও খুব সহজে ম্যানেজ করা যায়। আপনি ইচ্ছা করলে শুধুমাত্র কোডিং করে পুরা ওয়ার্ডপ্রেস ম্যানেজ করতে পারবেন। সেই রকম একটা কোড এবার আমি শেয়ার করছি। যে টা ব্যবহার করলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস 3.3+ ভার্সনের Howdy লেখা টা রিমুভ করতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

// replace WordPress Howdy in WordPress 3.3
function replace_howdy( $wp_admin_bar ) {
    $my_account=$wp_admin_bar->get_node('my-account');
    $newtitle = str_replace( 'Howdy,', 'Logged in as', $my_account->title );            
    $wp_admin_bar->add_node( array(
        'id' => 'my-account',
        'title' => $newtitle,
    ) );
}
add_filter( 'admin_bar_menu', 'replace_howdy',25 );

এখানে, বলে রাখি যে, আপনি যদি আপনার নিজের মত করে কোন লেখা এখানে দিতে চান তাহলে।
Logged in as এর এখানে নিজের মত করে কোন কিছু লিখে দিবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment