ওয়ার্ডপ্রেস এর প্লাগিন আপডেট বন্ধ করে নিন খুব সহজে!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়ার্ডপ্রেস কোডিং এর ধারাবাহিকতায় আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন কোড। যেটার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর সকল প্লাগিন এর আপডেট ইনফর্মেশন এমন কি সকল প্রকার প্লাগিন আপডেট বন্ধ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

(সর্বপ্রথমে বলে রাখি যে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস এ কোডিং করার সময় যে ফাইল টি এডিট করবেন অবশ্যই সেটির একটি ব্যাক-আপ কোডিং করার পূর্বে নিয়ে নিবেন। কোডিং করার পর কোন সমস্যা হলে আবার সেই ফাইলটি আপলোড করে নিবেন।)

1. প্রথমে আপনার এডমিন প্যানেলে প্রবেশ করুন।

2. এখন আপনি যে থিমটি ব্যবহার করছেন সেটি থেকে এডিট সিলেক্ট করুন।

3. এখান থেকে ‘functions.php’ সিলেক্ট করুন।

4. এখন নিচের কোড টুকু কপি করে আপনার functions.php তে পেষ্ট করে সেভ করুন।

remove_action( 'load-update-core.php', 'wp_update_plugins' );
add_filter( 'pre_site_transient_update_plugins', create_function( '$a', "return null;" ) );

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাশবোর্ড এ কোন প্রকার প্লাগিন আপডেট দেখাবে না।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment