এসইও টিউটোরিয়াল:: কিওয়ার্ডঃ [পর্বঃ-০৪]

গত পর্বে আমরা এসইও এর প্রকারভেদ (অনপেইজ এসইও & অফপেইজ এসইও) নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম । আজ আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো । কিওয়ার্ড অনপেইজ এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারন, কিওয়ার্ড হচ্ছে অনপেইজ এসইও এর প্রথম ধাপ ।

কি ওয়ার্ড হচ্ছে কতগুলো বর্ণ বা শব্দ সমষ্টি যা লিখে গুগলে সার্চ দেওয়া হয় । যেমন; আপনার সফটওয়্যার ডাউনলোডের প্রয়োজন হলে গুগল “Software Download” লিখে সার্চ দিবেন । তখন গুগল আপনাকে বেশ কিছু ফলাফল দেখাবে । নিচের চিত্রটি দেখুনঃ

উপরে দেখুন আমি “Software Download” লিখে গুগল এ সার্চ দিয়েছি এবং গুগল ৬৮৮,০০০,০০০ টি ফলাফল দিয়েছে ।

এখানে “Software Download” শব্দ সমষ্টি-ই হচ্ছে কি ওয়ার্ড ।

এছাড়া, অল্প পরিশ্রমে ভাল ফলাফল পাওয়ার জন্য লম্বা কি ওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে । এদের কে বলা হয় “Long tail Keyword” ।

যেমন; সফটওয়্যার ডাউনলোডের জন্য গুগলে “free software download for my computer” লিখে সার্চ দিয়েছি । তখন গুগল আমাকে বেশ কিছু ফলাফল দেখাবে । নিচের চিত্রটি দেখুনঃ

উপরের চিত্রে দেখুন গুগল ৩৪৯,০০০,০০০ টি ফলাফল প্রদর্শন করেছে । যা আগের তুলনায় অনেক কম । এভাবে যত লম্বা কিওয়ার্ড ব্যবহার করবেন ততকম ফলাফল পাবেন ।

উপরে যেসব সাইটের রেজাল্টগুলো দেখেছেন সব সেসব সাইট গুলো সেই কি ওয়ার্ড দিয়েই তৈরি করা হয়েছে । অর্থাৎ, সাইট এ এসব কি ওয়ার্ড -ই ব্যবহার করা হয়েছে

। যেমন; যখন গুগলে “Software Download” লিখে সার্চ দেওয়া হয়েছে তখন প্রথমেই “download.cnet.com” সাইটি দেখানো হয়েছে ।

সুতরাং, কিওয়ার্ড এর  প্রয়োজনীয়তা অপরিসীম ।

আজ এ পর্যন্তই ।

আগামি পর্বেঃ কি ওয়ার্ড রিসার্চ ।

2 thoughts on “এসইও টিউটোরিয়াল:: কিওয়ার্ডঃ [পর্বঃ-০৪]”

  1. “free software download for my computer” এই কিওয়ার্ড লিখে Adword tool এ সার্চ দিলে Global monthly search এ কোন রেজাল্ট দেখায় না ।মানে কোন সার্চ হয় না।তাহলে প্রথম পেজে থেকে লাভ কি?”Long tail Keyword” তাহলে কিভাবে ব্যবহার করব।সমাধান দেবেন প্লীজ।

Leave a Comment