আপনার ব্লগের এডমিনবার হতে ওয়ার্ডপ্রেস লোগো রিমুভ করে নিন।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করি তখন। এই রকম একটা ওয়ার্ডপ্রেস লোগো চোখে পড়ে যা বাম পাশের উপরের কোনায় অবস্থিত:

আপনি চাইলে এই লোগো সহ এই এডমিন বার টি রিমুভ করে নিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল:

নিচের কোড টুকু আপনার থিমের functions.php এর মধ্যে সর্বশেষে পেষ্ট করে সেভ করুন।

function annointed_admin_bar_remove() {
        global $wp_admin_bar;

        /* Remove their stuff */
        $wp_admin_bar->remove_menu('wp-logo');
}

add_action('wp_before_admin_bar_render', 'annointed_admin_bar_remove', 0);

এখন আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাস বোর্ড রিফ্রেশ করে দেখুন সেখান থেকে লোগো সহ এডমিন বার উধাও হয়ে গেছে।
সবাইকে অনেক ধন্যবাদ।