আপনার ওয়ার্ডপ্রেসে লগিন করার জন্য আর wp-admin লিখতে হবে না।

সালাম নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমরা জানি যে, আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করার জন্য প্রথমে ব্রাউজারের এড্রেস বারে লিখতে হয়: http//:example.com/wp-admin কিন্তু আপনি যদি চান, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস এ লগিন করতে পারবেন। এমন ভাবে: http//:example.com/login তার জন্য আপনাকে যা করতে হবে, তা হল:

প্রথমে আপনার সিপ্যানেল এ লগিন করুন। লগিন করার পর আপনি যেখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন সেই ডিরেক্টরিতে প্রবেশ করে .htaccess ফাইলের একটা ব্যাকআপ নিন। ব্যাকআপ নেয়ার পর .htaccess ফাইলটি এডিট মোডে ওপেন করুন এবং নিচের লাইন টি </IfModule> এর পূর্বে বসিয়ে সেভ করুন।

RewriteRule ^login$ http://yoursite.com/wp-login.php [NC,L]

এখন থেকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করার জন্য: http//:example.com/login ব্যবহার করতে পারবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment