Back to Top বাটন যুক্ত করুন আপনার ওয়ার্ডপ্রেসে কোন প্লাগিন ছাড়াই!!

প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। আমাদের সবার প্রিয় ব্লগিং প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আমাদের ব্লগকে সাজাই মনের মত করে। কিন্তু এই সাজাতে গিয়ে আপনি যদি প্রচুর পরিমাণে প্লাগিন ব্যবহার করে ফেলেন তাহলে হিতে বিপরীত হতে পারে। মানে আপনার ব্লগের লোডিং টাইম এত বেড়ে যাবে যে, কোন ভিজিটর আপনার ব্লগে স্বাচ্ছন্দে প্রবেশ করতে পারবেনা। তাহলে আমাদের সবার উচিত প্লাগিন এড়িয়ে কোডিং করে ব্লগের সকল কিছুকে নিয়ন্ত্রণ করা। আর এই জন্যই আমি ওয়ার্ডপ্রেস কোডিং এর উপর টিউটোরিয়াল লিখছি। এরই ধারাবাহিকতায় এখন আপনাদের যে কোড টি দিব সেটি ব্যবহার করে আপনি খুব সহজে Back to Top বাটন যুক্ত করতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক।

প্রথমে আপনি এখান থেকে এই কোড টুকু কপি করুন।

<a style=”position: fixed; bottom:5px;right:5px;” href=”#” title=”Back to Top”><img style=”border: none;” src=”Your image link here”/></a>

এই কোডের মধ্য থেকে Your image link here এর স্থানে আপনার ইমেজের লিংক দিন। এখন আপনার ব্লগের ড্যাশবোর্ডে লগিন করে একটা ‘টেক্সট উইজেট‘ নিয়ে কোড টুকু পেষ্ট করে সেভ করুন। তাহলেই দেখবেন আপনার ব্লগে Back to Top আইকন ডিসপ্লে হচ্ছে।

সবাইকে অনেক ধন্যবাদ।

1 thought on “Back to Top বাটন যুক্ত করুন আপনার ওয়ার্ডপ্রেসে কোন প্লাগিন ছাড়াই!!”

  1. আপনার ওয়েব সাইট খুব ভাল লাগে ভাই। ধন্যবাদ ভাই। বাংলাদেশের জন্য এই রকম সাইট বিনামূল্য খুব দরকার ছিল। আবারও ধন্যবাদ।

Leave a Comment