আসুন আমরা ওয়ার্ডপ্রেস কে কিনে নিই !! (একদম ফ্রি!!?)

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ এর ড্যাসবোর্ড এ ঢুকলে ওয়ার্ডপ্রেস এর লোগো, লিংক, ইত্যাদি বিভিন্ন রকম চোখে পড়ে। আবার যখন কোন ইউজার লগিন করতে যায় তখন সেখানেও বড় মাপের একখানা ওয়ার্ডপ্রেস এর লোগো সীল-গালা করা থাকে। যা দেখে সহজেই বোঝা যায় যে, এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা। যদিও বোঝার আরও অনেক উপায় আছে, তারপরও আসুন একবার মজা করার জন্য হলেও আমরা আমাদের প্রিয় ব্লগ হতে ওয়ার্ডপ্রেস এর নাম গন্ধ একেবারে দূর করে ফেলি। ভাবছেন এত বড় কাজ করার জন্য না জানি কত কষ্ট করতে হবে, তাই না? না মোটেই না এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। শুধুমাত্র এই লিংক  থেকে এই প্লাগিন টা ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে আপলোড করে এক্টিভ করুন। এখন সেটিংস মেনুতে দেখবেন যে white label CMS নামে একটা সাব মেনু  তৈরী হয়েছে এখন এটাতে ক্লিক করুন। ব্যস এখানথেকে আপনার ইচ্ছা মত লোগো এবং ঠিকানা সেট করে সেভ করুন।

সবাইকে অনেক ধন্যবাদ।

2 thoughts on “আসুন আমরা ওয়ার্ডপ্রেস কে কিনে নিই !! (একদম ফ্রি!!?)”

Leave a Comment