পিএইচপি,মাই এসকিউএল ও এপাচি সারভার ডাউনলোড ও সেটআপ করা

আজ আমরা কোন কোডিং বা প্রগ্রামিং করবো না। শুধুমাত্র পিএইচপি, মাই এসকিউএল, ও এপাচি সারভার ইনস্টল করা শিখবো। এপাচি হলো ওয়েব সারভার, এপাচি সম্পর্কে পরবর্তিতে আলোচনা করা হবে। একটি মাত্র ফাইল ডাউনলোড করে আমরা এই তিনটিই পেতে পারি। ডাউনলোডকরে নিন।
দেখুন ১৬ মেগাবাইট হয়েছে কিনা। তারপর সেটআপ ফাইলটি থেকে ডাউনলোড করে নিন। একের ভিতরে পিএইচপি,মাই এসকিউএল ও এপাচি সারভার রয়েছে, তাছাড়া এটি উইনডোজ,লিনাক্স ও ম্যাক অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

সেটআপ করার পর ডেস্কটপের নিচে ডানকোনে চিত্রের মতো দেখতেপেলে বুঝতে হবে-সঠিকভাবে সেটআপ করা হয়েছে।

তারপর, নোটপডে নিচের কোড লিখুন
echo “Hello world”
?>
ফাইলটি heloworld.php নামে C:wampwww ফোল্ডারে সংরক্ষন করুন।
ব্রউজারের লিখে ব্রাউজ করুন http://localhost
লেখা দেখাবে Hello world

ভিডিওতে বিস্তারিত দেখুন

3 thoughts on “পিএইচপি,মাই এসকিউএল ও এপাচি সারভার ডাউনলোড ও সেটআপ করা”

    1. এডমিন

      সমস্যাটা আমিও দেখেছি, কিছুদিনের মধ্যেই ঠিক হবে আশা রাখি।

Leave a Comment