আপনার ব্লগ পোষ্ট এর ডিফল্ট excerpt Ellips রিপ্লেস করে নিন পার্মালিংক দিয়ে।

আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, অধিকাংশ ওয়ার্ডপ্রেস থিম এর একটা ডিফল্ট কোডিং নিয়ে। আর সেটা হল: excerpt Ellips এটা দেখতে ঠিক এই রকম: […] নিচের ছবি টা দেখলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে।

আমার মনে হয় এখন ক্লিয়ার। হ্যা এই এলিপস বলে যে, এই লেখাটা এখানেই শেষ নয়,  আরও আছে, কিন্তু কোথায় আছে সেটা বলে না। আর সেই কথা আজ থেকে আপনার এলিপস বলে দেবে মানে হল আমরা কোডিং করে এই ডিফল্ট এলিপস রিপ্লেস করে এখানে সিঙ্গেল পোষ্ট এর একটা লিংক/পার্মা ব্যবহার করব। যার ফলে দেখতে ঠিক এই রকম হবে:

হ্যা আর এটা করার জন্য প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ড্যাসবোর্ড থেকে থিম সিলেক্ট করুন তারপর এডিট অপশন ধরে functions.php তে যাবেন সেখানে নিচের এই কোড টুকু সর্বশেষে বসিয়ে সেভ করুন

function replace_excerpt($content) {
       return str_replace('[...]',
               '<a href="'. get_permalink() .'">..বিস্তারিত</a>',
               $content
       );
}
add_filter('the_excerpt', 'replace_excerpt');

এবার আপনার ব্লগের হোমপেজ রিফ্রেশ করুন। আমার মনে হয়। আপনি সফল হয়েছেন। আর যদি আপনি শুধু মাত্র এলিপস রিমুভ করতে চান সেখানে কোন পার্মা রাখতে না চান তাহলে উপরে দেওয়া কোড না বসিয়ে নিচের এই কোড টা বসাবেন

function trim_excerpt($text) { return rtrim($text,'[...]'); } add_filter('get_the_excerpt', 'trim_excerpt');

আশাকরি আপনার সাধের ব্লগে এলিপস সমস্যার সমাধান হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

2 thoughts on “আপনার ব্লগ পোষ্ট এর ডিফল্ট excerpt Ellips রিপ্লেস করে নিন পার্মালিংক দিয়ে।”

Leave a Comment