আপনার ওয়ার্ডপ্রেস সাইটের যে কোন জায়গায় শেয়ার বাটন যুক্ত করুন সবচেয়ে কম সময়ে!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। কয়েকদিন আগে আমি ওয়ার্ডপ্রেস ব্লগে কিভাবে ভাসমান শেয়ার বাটন যোগ করবেন সেই বিষয়ে একটি পোষ্ট করে ছিলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের যে কোন জায়গায় কিভাবে আপনি দারুন একটি শেয়ার বাটন যুক্ত করবেন। তাহলে প্রথমে নিচের কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের header.php এর একদম নিচে এই কোড টুকু পেষ্ট করে সেভ করুন।

<script type=”text/javascript”>var switchTo5x=true;</script>
<script type=”text/javascript” src=”http://w.sharethis.com/button/buttons.js”></script>
<script type=”text/javascript”>stLight.options({publisher: “dca3ad36-5b16-4ce2-86d7-ca915570f55a”});</script>

এবার নিচের কোড টুকু কপি করে আপনি আপনার ব্লগের হোম পেজে অথবা সিঙ্গেল পোষ্টে যেখানে ইচ্ছা সেখানে পেষ্ট করে সেভ করুন।

<div>
<span class=’st_facebook_hcount’ displayText=’Facebook’></span>
<span class=’st_googleplus_hcount’ displayText=’Google +’></span>
<span class=’st_blogger_hcount’ displayText=’Blogger’></span>
<span class=’st_wordpress_hcount’ displayText=’WordPress’></span>
<span class=’st_digg_hcount’ displayText=’Digg’></span>
<span class=’st_email_hcount’ displayText=’Email’></span>
</div>

আপনার কাজ প্রায় শেষ এবার শুধুমাত্র আপনাকে স্টাইল নির্ধারণ করতে হবে তাই এখান থেকে এই কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস থিমের style.css এ একদম নিচে পেষ্ট করে সেভ করুন।

.share {
border-top: .5px dotted grey;
padding-top: 3px;
}

ধরি আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের হোমপেজের excerpt এর নিচে শেয়ার বাটনের কোড ব্যবহার করেছেন। এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের হোমপেজ রিলোড করুন তাহলে নিচের মত শেয়ার বাটন দেখতে পাবেন।

সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment