ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আপনার জাভা এনএবল মোবাইলে!!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা প্রতিনিয়ত যে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করি তার প্রায় সব টুকুই বাপের পকেটের টাকা খরচ করে (সবাই না) তাই না? হ্যা আমার মনে হয় তাই। আর এই জন্যে ফ্রি ইন্টার নেট ব্যবহার করার কৌশল বের করার জন্য কিছু কিছু হ্যাকার ভাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় তৈরী এক কৌশল নিয়ে আমি আমার পোষ্ট টি করছি।এই পোষ্ট ফলো করলে আপনি আপনার জাভা এনএবল নোকিয়া মোবাইলে গ্রামীন ফোন এর সীম ব্যবহার করে ফ্রি ইন্টার নেট ব্যবহার করতে পারবেন (প্রতিদিন 200 মেগা বাইট)। আমি এটি নকিয়া-x2 তে দুইমাস ধরে ব্যবহার করছি।  তাহলে প্রথমে দেখে নেয়া যাক আমাদের কি প্রয়োজন:

1. নোকিয়া জাভা এনএবল মোবাইল (শুধুমাত্র জাভা,  সিম্বিয়ন থাকলে হবে না) ব্লুটুথ থাকতে হবে।

2. গ্রামীন ফোন এর সীম

3. চায়না মোবাইল একটি (ব্লুটুথ থাকতে হবে)

এখন দেখি কিভাবে করবেন:

প্রথমে আপনার গ্রামীণ ফোন এর সীম এ p1 প্যাকেজ টা চালু করে নিন। এখন আপনি এখান থেকে ইন্টারনেট এর কনফিগারেশন এর জীপ ফাইল টা ডাউনলোড করে এক্সটাক্ট করবেন এক্সট্রাক্ট করার পর যে ফাইল টা পাবেন সেটা চায়না মোবাইলের মেমরিতে নিন। আবার এখান থেকে বিশেষ ভাবে তৈরীকৃত অপেরা মিনি এর জীপ ফাইল টা ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন এক্টট্রাক্ট করার পর চায়না মোবাইলের মেমরীতে নিবেন। এখন আপনার কাজ হল মোবাইল দুটিতে ব্লুটুথ অন করুন এবং প্রথমে চায়না মোবাইল হতে কনফিগারেশন টি আপনার নকিয়া মোবাইলে সেন্ড করুন তাহলে দেখবেন অফিস থেকে কনফিগারেশন আসলে যেমন সেভ চায় তেমন দেখাবে আপনি এটিকে সেভ করে ডিফল্ট করে দিবেন। এবার চায়না মোবাইল হতে অপেরা মিনির জার ফাইল টি আপনার নোকিয়া মোবাইলে সেন্ড করুন এরপর নকিয়া মোবাইলের যে ফোল্ডারে অপেরা মিনি সেন্ড হয়েছে সেখান থেকে অপেরা মিনি ওপেন করুন এবং মনের আনন্দে ফ্রি ইন্টার নেটের স্বাদ নিতে থাকুন। ধন্যবাদ সবাইকে।

4 thoughts on “ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আপনার জাভা এনএবল মোবাইলে!!!”

Leave a Comment