আসুন নিজেই তৈরী করি ওয়ার্ডপ্রেস থিম। পর্ব-২

সালাম নিবেন। আশাকরি সকলে ভালো আছেন। ওয়ার্ডপ্রেস থিম তৈরী সিরিজের য় পোষ্ট এটি এখানে আমরা নিজেই ওয়ার্ডপ্রেস থিম তৈরী শিখছি। টিউটোরিয়াল গুলো খুব ভালো করে ফলো করলে আপনি অবশ্যই পারবেন নিজেই ওয়ার্ডপ্রেস থিম তৈরী করতে। তাই যারা এখান থেকে শুরু করলেন তাদের অবগতির জন্য বলছি যে, আপনি যদি এই সিরিজে নতুন হন তাহলে আমাদের পূর্বের পর্ব দেখে আসুন এখান থেকে: আসুন নিজেই তৈরী করি ওয়ার্ডপ্রেস থিম। পর্ব-১

এখন আসি মূল কথায়: ধরে নিলাম আপনারা আপনাদের কম্পিউটারে xampp ও নোটপ্যাড সঠিক ভাবে ইন্সটল সম্পন্ন করেছেন। এখন আপনি যে ড্রাইভে xampp ইন্সটল করেছেন ধরি(C ড্রাইভে) সেখানে চলে যান, এবং একটি ফোল্ডার তৈরী করুন ঠিক এই রকম: C>>xampp>>htdocs>>tutorialbd

tutorialbd ফোল্ডারের মধ্যে প্রবেশ করুন স্বভাবতই এখানে কিছু থাকার কথা নয়। এই ফোল্ডারের মধ্যে আপনি নিন্মোক্ত ফাইল গুলি তৈরী করুন।

  • Index.html
  • style.css
  • header.php
  • index.php
  • left-sidebar.php
  • right-sidebar.php
  • footer-widgets.php
  • footer.php
  • comments.php
  • single.php
  • category.php
  • page.php
  • search.php
  • searchform.php
  • functions.php

এখন একই ভাবে এখানে আপনি images নামে একটি ফোল্ডার তৈরী করুন ঠিক এই রকম:

সামনের পর্বে আমরা index.html ও style.css ফাইল এ কোড বসাবো এবং সেই কোড নিয়ে আলোচনা করব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা tutorilabd.com এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

5 thoughts on “আসুন নিজেই তৈরী করি ওয়ার্ডপ্রেস থিম। পর্ব-২”

    1. ভাই, কিছুই করতে হবে না। আপাতত আমার টিউটোরিয়াল গুলো ভালো ভাবে দেখুন এবং সেই মত করার চেষ্টা করুন। কখনও কোন সমস্যা হলে সাথে সাথে কমেন্ট করে জানাবেন। সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

Leave a Comment