গুগলের মেইল সার্ভার ব্যবহার করে নিজের ডোমেনের ই-মেইল এ্যাকাউন্ট তৈরী করা

১. একদম প্রথমে http://www.google.com/enterprise/apps/business/products.html এই লিংকে যেতে হবে ।

২. তার পর start free trial ক্লিক করলে যে ফর্ম আসবে সেটা পূরণ করতে হবে।

৩. next চাপার পর যদি আগে থেকেই কোন ডোমেন কেনা থাকে তাহলে Actually, I own a domain that i’d like to use এখানে ক্লিক করতে হবে।
(নইলে উপরের অংশ থেকে নতুন ডোমেন কেনা যাবে বা mygbiz.com এর সাব-ডোমেনে ফ্রি ইমেইল ব্যবহার করা যাবে।)

৪. Actually, I own a domain that i’d like to use এ ক্লিক করলে ডোমেন নেইমটা দিতে বলবে, সেটা দিতে হবে।

৫. এবার next চাপার পর একটা ইউজার তৈরি করতে বলবে। আর এই ইউজারটাই মূলত সব ইমেইলগুলোর এ্যাডমিন হিসাব
কাজ করবে।

৬. এরপর পাসওয়ার্ড ও ক্যাপচা পূরণ করার পর Accept and signup এ ক্লিক করতে হবে।

৭. এর পর ফোন ভেরি-ফাই জাতীয় হিজিবিজি কাজ করতে হবে।

৮. তারপর www.google.com/a/আপনার ডোমেন এই ঠিকানায় গিয়ে ৫ এর ধাপে তৈরি করা ইউজার-নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৯. setup এ গিয়ে verify domain ownership করতে হবে।

১০. ডোমেন ভেরি-ফাই এর বেশ কয়েকটি পদ্ধতি আছে, আমি বেশিরভাগ সময় Alternate methods এ গিয়ে HTML file upload অপশনটাই বেশি ব্যবহার করি।

১১. ঠিক ভাবে ভেরি-ফাই করার পর Dashboard আসবে। এখানে Organization & users থেকে নতুন ইউজার যোগ করা যাবে।

১২. এমনিতেই gmail.com থেকেই নিজের ডোমেনের সম্পূর্ণ ইউজার-নেম ও পাসওয়ার্ড দিতে লগইন করে মেইল পাঠানো যাবে।

১৩. তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের ডোমেনের ঠিকানায় মেইল রিসিভ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ডোমেনের হোস্টিং প্যানেলের MX Entry
কনফিগার করতে হবে।

এ ক্ষেত্রে শুধুমাত্র priority – 0 Destination – ASPMX.L.GOOGLE.COM দিলেই হবে।

তবে আপনার হোস্টিং একাধিক MX Record রাখতে পারলে নিচেরগুলো যোগ করতে পারেন। মানে ASPMX.L.GOOGLE.COM এর সবচাইতে বেশি priority থাকবে, (সব চাইতে কম সংখ্যার মানে বেশি priority)

5 ALT1.ASPMX.L.GOOGLE.COM
5 ALT2.ASPMX.L.GOOGLE.COM
10 ASPMX2.GOOGLEMAIL.COM

3 thoughts on “গুগলের মেইল সার্ভার ব্যবহার করে নিজের ডোমেনের ই-মেইল এ্যাকাউন্ট তৈরী করা”

Leave a Comment