ফ্রিল্যান্সিং কি? এবং কিভাবে একজন ফ্যিল্যান্সার হওয়া যায়?
ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যাক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন। একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরন নির্ধারনের স্বাধীনতা , তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক ৯টা-৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয় । ইন্টারনেটের কল্যাণে ফ্রীল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়। আপনার সাথে যদি থাকে একটি কম্টিউটার আর একটি ইন্টারনেট সংযোগ তাহলে যেকোন জায়গাতে বসেই আপনি ফ্রিলান্সিং আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবেন। হতে পারে তা ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, ছবি সম্পাদনা, ডাটা এন্ট্রি বা কেবলমাত্র লেখালিখি করা।
ইন্টারনেট থেকে প্রাপ্ত কাজগুলোকে মূলত তিন ভাগে ভাগ করা যায়।
১.কোন প্রকার দক্ষতা ছাড়া কাজ ( তবে ইন্টারনেট সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে) ।
২. অপেক্ষাকৃত কম দক্ষতাসম্পন্ন কাজ।
৩. যেকোন প্রকার দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ।
অনলাইনে আয়ের জন্য যোগ্যতা:
অনলাইনে আয় করার জন্য আপনার খুব বেশি যোগ্যতার প্রয়োজন হবে না। আপনি যদি মনে করেন নিচের চারটি গুণই আপনার মধ্যে আছে তাহলেই কেবল আপনি অনলাইনে আয় করার জন্য সমর্থ হবেন।
গুণ চারটি হলো:
১. বিশ্বাস
২. ধৈর্যশীলতা
৩. সততা
৪. আত্মবিশ্বাস
উপরোক্ত বিষয় গুলো যদি আপনি মানতে না পারেন তবে আপনার পক্ষে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া কখনোই সম্ভব না।
এখন লাইফ আপনার সিদ্ধান্তটাও আপনার।
I want to learning freelancing but how..?
I want to learn that freelanching.but how..?
vaiya ami data entry,html,translation etc. pari but ki vabay suru korbow bujtay parsina.ama ka 1ta suggestion diban.