ভিন্ন ধারার ফ্রীল্যান্সিং (বায়ার আপনাকে খুজবে) পর্ব-দুই

আসসালামুয়ালাইকুম, আশাকরি মহান আল্লাহ-তায়ালার রহমতে আপনারা ভালই আছেন । আপনাদের দোয়ায় আমি ভাল আছি । কেমন লাগছে আমার লিখা গুলো , কমেন্ট করে জানালে খুশি হব । যাই হোক,

মূল কথাই ফিরে আসি ।

আজকের বিষয়ঃ GraphicRiver.net

GraphicRiver.Net ডিজাইনাদের জন্যে একটি অনন্য সাইট। এই সাইটে 99Design এর মতো কোন কম্পিটিশনে অংশগ্রহণ করতে হয় না। এখানে আপনি আপনার ডিজাইন রাখবেন ক্লাইন্টরা পছন্দ অনুযায়ী ডিজাইন কিনে নেবে। এই ওয়েব সাইটে থিম ডিজাইন ওয়েব সাইট ব্যাকগ্রাউন্ড, বিজনেস কার্ড, আইকন ইত্যাদি তৈরী করে জমা দিতে পারেন। আমাদের দেশে এমন অনেকে আছে যারা এই সাইটটিকে ডিজাইনারদের উৎকৃষ্ট আয়ের সাইট হিসেবে উল্লেখ করেন। GraphicRiver এ ডিজাইন জমা দেওয়ার পর ওয়েব সাইটের কর্তৃপক্ষ যাচাই করে দেখবে আপনার ডিজাইনটি কতটুকু মান সম্পন্ন এবং আপনি অন্য কারও ডিজাইন অনুকরণ করেছেন কিনা? যাচাইয়ে উত্তির্ণ হলে কর্তৃপক্ষ ডিজাইনটির একটি মূল্য নির্ধারন করে দিবে যা ১-১০$ পর্যন্ত হতে পারে। প্রাথমিক অবস্থায় ডিজাইন বিক্রির ৪০% মূল্য ডিজাইনারকে দিবে।

এই সাইটটি অনলাইন শপ বা ই-কমার্স সাইটের মত। অর্থাৎ একি ডিজাইন একাধিক ক্লায়েন্ট কিনতে পারে। একটি ভালো ডিজাইন গড়ে ১০০ বারেরও বেশি বিক্রি হতে পারে আর সময়ের সাথে সাথে বিক্রি বাড়তেই থাকে।

ধরুন আপনি একটি বিজনেস কার্ড তৈরী করেছেন। একটি বিজনেস কার্ড তৈরী করতে একদিনের বেশি সময় লাগার কথা না। আপনার বিজনেস কার্ডটি যদি সর্বনি¤œ ১$ মূল্য নির্ধানণ করা হয়। তাহলে প্রতি বার বিক্রিতে আপনি পাবেন .৪০$। তাহলে এক মাসে আপনার কার্ডটি যদি ৫০ বারোও বিক্রি হয় তাহলে ঐ একদিনের কাজে আপনি আয় করছেন ২০$। এভাবে প্রতিদিন যদি একটি ভালো ডিজাইন তৈরী করতে থাকেন তবে, একসময় আপনার মাসিক ইনকাম দাড়াবে আনুমানিক ৬০০ বা তারও বেশি ডলার।

এই মার্কেট প্লেসে আপনি সেই সকল ফাইল বিক্র করতে পারেন যা আপনি নিজে তৈরী করেছেন। অন্য কোন ডিজাইন পরিবর্তন করে বা অন্য কোন সাই থেকে ডিজাইন কিনে তা বিক্রি করতে পারবেন না। কোন কারনে কপি রাই লংঘিত হলে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দেবে। তাই সাইটে রেজিষ্ট্রেশন করার পূর্বে তাদের নির্দেশনা গুলো ভালো ভাবে পড়ে নিন।

আজ এ পর্যন্তই ভাল থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন ।

Leave a Comment