কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাংলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! পর্ব-৩

আসসালামুয়ালাইকুম,

আশাকরি মহান আল্লাহ-তায়ালার রহমতে আপনারা ভালই আছেন। আপনাদের দোয়ায় আমি ভাল আছি । কেমন লাগছে আমার লিখা গুলো,কমেন্ট করে জানালে খুশি হব । যাই হোক , এখন আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি , ইংরেজি নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল এর ৩য় পর্ব কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাঙলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! !

এমনই কিছু শব্দার্থঃ পর্ব-৩

• Flicker – অগ্ণিশীখা,কেপে কেপে জ্বলে ওঠা ।

• Fund – তহবিল

•Frank – মন খোলা, আন্তরিক । (যেমনঃ ফ্রাংক্লী আলোচনা করায় ভাল।)

• Graphic – সুস্পষ্টভাবে বর্ননামূলক ।

• Highlight – প্রধান বৈশিষ্ট, কোন কিছুকে গুরুত্ত দেওয়া (যেমনঃ খেলার হাইলাইট ।)

• Hybrid – বর্ন্সংকর (যেমনঃ হাইব্রিড জাতের ধান ।)

• Ignore – ইচ্ছাকৃত ভাবে অগ্রাহ্য করা (যেমনঃ কম্পুটিং এর ক্ষেত্রে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি ।)

• Insult – অপমান করা (যেমনঃ কাউকে ইন্সাল্ট করা ঠিক না।)

• Locale – ঘটনাক্ষেত্র, স্থানীয় এমন । (যেমনঃ আমি কুষ্টীয়ার লোকাল ।)

• Master – দক্ষতা অর্জন করা, বিদ্যায় দক্ষ ব্যক্তি ।

• Mock – উপহাস, বিদ্রুপ ।

• Option – পছন্দ করার ক্ষমতা ।

• Plot – গল্প বা নাটকের প্লট, জমির খন্ড ।

আশা করি, আমার লেখা আপনাদের ভালই লাগছে । প্রতিদিনের লেসন প্রতিদিন শেষ করছেন তো ? নিয়মিত ভাবে ইংলিশ চর্চা করলে, ইংরেজি সেখা খুবই সহজ ! ! ভাল থাকবেন সব সময় । আমার জন্য দোয়া করবেন ।

Leave a Comment