প্রযুক্তি শিক্ষার্থীদের মনোযোগের অন্তরায় !

প্রযুক্তির কল্যাণে মানুষ আজ প্রযুক্তিক নিকট ঋণী । জীবনের প্রত্যেক পরতে-পরতে আজ মানুষ প্রযুক্তি নিকট নির্বর । দিনের শুরু সকাম থেকে রাত । বিজ্ঞানের আবিষ্কার মানুষের জীবনে যেমন কল্যাণকর তেমনি কিছু খারাপ দিক রয়েছ । সত্যি কথা কি – বিজ্ঞানের আবিষ্কার কখনো খারাপের জন্য হয় নাই । বিজ্ঞান কখনো খারাপ না , বিজ্ঞান খারাপ হতে পারেনা । মানুষ বিজ্ঞানকে ভুল পথে পরিচালনা করে বৃথায় বিজ্ঞান মানুষের কল্যাণের পরিবর্তে খারাপ ফল দান করে । কম্পিউটার- যদি আপনি ময়লা প্রবেশ করান তবে , ময়লায় ফলাফল আসবে। সুতরাং আপনার উপর নির্বর করছে আপনি , কিভাবে ব্যবহার করবেন । সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিকে এক গবেষণায় ওঠে আসে এক চাঞ্চল্যকর প্রতিবেদন । প্রতিবেদনে শিক্ষার্থীদের পড়ালেখায় অমনোযোগী প্রদান কারন প্রযুক্তির প্রভাব ।

পিউ রিসার্চ সেন্টারের জরিপে অংশ নেওয়া শিক্ষকদের ৮৭ শতাংশ রায় দিয়েছে যে , ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কারনে লেখাপড়া বা গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা উদাসীন হয়ে পড়ছে।-এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাসেবল। গবেষকরা দাবি করছেন এ প্রতিবেদন অনেকক্ষেত্রেই নির্ভরযোগ্য।পিউ ইন্টারনেট প্রকল্পের পরিচালক লি রেইনি জানিয়েছেন, ৪৭ শতাংশ শিক্ষক ডিজিটাল প্রযুক্তির সঙ্গে পাঠ্যপুস্তক একত্রিত করার পক্ষে মত দিয়েছেন। শিক্ষকদের পাশাপাশি অনেক অভিভাবকও এখন তাঁদের সন্তানদের জন্য ডিজিটাল মিডিয়া ব্যবহার বিষয়ে সচেতন হয়েছেন।

1 thought on “প্রযুক্তি শিক্ষার্থীদের মনোযোগের অন্তরায় !”

  1. Wow, incredible blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is great, as well as the content!. Thanks For Your article about প্রযুক্তি শিক্ষার্থীদের মনোযোগের অন্তরায় ! | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment