সাধারন জ্ঞান (আন্তর্জাতিক)

১. কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?

  • উত্তর: রাশিয়া

২. হেল্লাস কোন দেশের জাতীয় নাম?

  • উত্তর: গ্রিস

৩. IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?

  • উত্তর: ২০০৫ সালে

৪. জাতিসংঘে বাংলাদেশে চাদার হার কত?

  • উত্তর: ০.০১ শতাংশ

৫. জ্যাকব জুমা কোন দেশের প্রেসিডেন্ট?

  • উত্তর: দক্ষিন এশিয়া

৬. বন শহর কোন নদীর তীরে অবস্থিত?

  • উত্তর: রাইন

৭. যুক্তরাস্ট্র ও মেক্সিকোর মধ্যে সিমান্তরেখা কি?

  • উত্তর: সনোরা লাইন

৮.কেপভার্দের রাজধানীর নাম কি?

  • উত্তর: প্রেইরা

৯. ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?

  • উত্তর: জিব্রাল্টার

১০. ইসরাইলের পার্লামেন্টের নাম কি?

  • উত্তর: নেসেট

১১. বারাক হোসেন ওবামা যুক্তরাস্ট্রের কোন রাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন?

  • উত্তর: ইলিনয়

১২.৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে কবে স্বাক্ষর করে?

  • উত্তর: ১৫ অক্টোবর ১৯৪৫

১৩. ভারতে লোকসভা নির্বাচনে রাস্ট্রপতি কর্তৃত নির্বাচিত আসন কয়টি?

  • উত্তর: ২টি

১৪.প্যারিস শান্তি চুক্ত হয় কোন কোন দেশের মধ্যে?

  • উত্তর: মার্কিন যুক্তরাস্ট্র ও ভিয়েতনাম

১৫. IPCC এর পূর্ণরূপ কি?

  • উত্তর:  Inter Governmental on Climate Change

১৬. সম্প্রতি বিশ্বে ছরিয়েপড়া ভাইরাস জ্বর সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি?

  • উত্তর: H.N

১৭. কোপা(COPA) কোন দেশের বিমান সংস্থা?

  • উত্তর: পানাম

১৮. অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে?

  • উত্তর: ১৯৫৯ সালে

১৯. বিশ্বের প্রস্থতম নদীর নাম কি?

  • উত্তর: আমাজান

২০. বিশ্বের দূর্নীতি বিরোধী দিবস কবে?

  • উত্তর: ৯ ডিসেম্বর

লেখক: রেজাউল মিয়া বন্ধু

23 thoughts on “সাধারন জ্ঞান (আন্তর্জাতিক)”

  1. দীপায়ন

    জ্যাকব জুমা কোন দেশের প্রেসিডেন্ট?
    এই প্রশ্নটির উত্তর ভুল দেওয়া আছে।

  2. ৫. জ্যাকব জুমা কোন দেশের প্রেসিডেন্ট?

    উত্তর: দক্ষিন এশিয়া

    WRONG ANSWER. RIGHT ANSWER IS SOUTH AFRICA.
    PLEASE MAKE SURE ALL THE ANSWERS ARE VARIFIED.
    AND THANKS.

Leave a Comment