কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাঙলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! !-পর্ব-২

আসসালামুয়ালাইকুম, আশাকরি মহান আল্লাহ-তায়ালার রহমতে আপনারা ভালই আছেন । আপনাদের দোয়ায় আমি ভাল আছি । কেমন লাগছে আমার লিখা গুলো , কমেন্ট করে জানালে খুশি হব । যাই হোক ,

এখন আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি , ইংরেজি নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল এর ২য় পর্ব

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাঙলা অর্থ জানিনা  বা মনে থাকে না ! ! !

 

 

এমনই কিছু শব্দার্থঃ পর্ব-২

 

  • Criticize – সমালোচনা করা (যেমনঃ কাউকে ক্রিটিসাইজ করা ভাল না ।)

 

  • Detect – সনাক্ত,গোপন কিছুর উপস্থিতি । (যেমনঃ ৩০০ ফ্রেন্ড ডিটেকটেড।)

 

 

  • Defect- খুঁত, ত্রুটি (যেমনঃ কাপড়ে কি কোন ডিফেক্ট আছে?)

 

  • Draft – খসড়া (যেমনঃ মেসেজটা ড্রাফটে সেভ কর ।)

 

 

  • Duplicate – প্রতিরূপ (যেমনঃ মনে হয় কাগজ গুলো ডুপ্লিকেট।)

 

 

  • Duration – স্থিতিকাল (যেমনঃ Last Call Duration: 5min)

 

 

  • Element – সুত্র । (যেমনঃ ম্যাথের এলিমেন্ট-গুলো নোট কর )

 

 

  • Equipment – যন্ত্রপাতি (যেমনঃ অফিস ইকুইপমেন্ট।)

 

  • Excel – শ্রেষ্টতর হওয়া, খুবই ভাল করা ।

 

 

  • Extend – প্রসারিত করা ।

 

  • Face – মুখোমুখী হওয়া । (যেমনঃতুমি আমার ফেস হবে কখন?)

 

 

  • Fitting – উপযুক্ত (যেমনঃ শার্ট ফিটিং করতে হবে ।)

 

  • Feature – কোন কিছুর বৈশিষ্ট ।

 

 

  • Flexible – সহজে বাঁকানো যায় না এমন ।

 

আমার লেখা ভাল লাগলে কমেন্ট কইরেন ! আর দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের সাথে থাকতে পারি ।নিয়মিত লেসন গুলা চর্চা করে নিলে আপনার ক্ষেত্রে ইংরেজি শেখা সহজ হবে । ইনশাল্লাহ ।

 

1 thought on “কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাঙলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! !-পর্ব-২”

  1. Wow, amazing blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your website is magnificent, as well as the content!. Thanks For Your article about কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাঙলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! !-পর্ব-২ | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment