Mission IELTS Test: প্রথম অধ্যায়

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

 

আমি eX_tra,স্বাগত জানাচ্ছি IELTS Preparation এর ধারাবাহিক ক্লাসে । আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভাবে আপনাদের সাথে IELTS এর Basic Subject গুলো আলোচনা করতে । আমিও আসলে আপনাদের মতই IELTS এর একজন ছাত্র । তারপরও চেষ্টা করব , আমি যতটুকু জানি তার পুরোপুরিটা আপনাদের দিতে । আশা করি সাথে থাকবেন।

 

Mission IELTS Test: প্রথম অধ্যায়

 

IELTS Means = International English Language Testing System.

IELTS মূলত English ভাষার দক্ষতা যাচায়ের একটি আন্তর্জাতিক পদ্ধতি ।

IELTS পরিচালনা করে ব্রিটিশ কাউঞ্চিল ।

তবে IELTS এর সকল প্রশ্নপত্র সহ যাবতীয় সিলেবাস তৈরি করে Cambridge University. প্রতি বছর প্রায় ১২০ টির বেশি দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ ৬০০ টীরও বেশি কেন্দ্রে IELTS Test এ অংশগ্রহন করে । উন্নত যে সকল দেশে শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে English ব্যবহার করা হয়, সে সকল দেশে Student Visa, Migration or Job Seeker Visa-য় যদি যেতে চান, তবে আপনাকে অবশ্যয় IELTS Certified হতে হবে। প্রতিমাসে চার বার অনুমোদিত কেন্দ্র থেকে IELTS Test গ্রহন করা হয় ।

 

IELTS এর Total Band Score – 9.0

 

IELTS Test Exam এর ১৩ দিনের মধ্যে Result Publish করা হয় ।

 

Total Band Score: 9.0 এর ক্লাসিফিকেশন

 

IELTS Score:

Certification:

9.0

Expert User

8.0

Very Good User

7.0

Good User

6.0

Competent User

5.0

Modest User

4.0

Limited User

3.0

Extremely Limited User

2.0

Intermittent User

1.0

Non User

0.0

Did Not Attempt The Test

 

এ ছাড়াও আমরা ৫.৫ অথবা ৬.৫ এমন Score দেখে থাকি । আমি Next Episode এ আলোচনা করব । সেই পর্যন্ত সাথে থাকবেন আশা করি ।

 

আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।

3 thoughts on “Mission IELTS Test: প্রথম অধ্যায়”

  1. ইমরান

    ভাই আপনার কমেনট ভাল লাগল তবে আমি যেটা জানতে চাছহি সেটা হলো যে ielts এ টটাল marking কিভাবে করা হয়।

Leave a Comment