কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাংলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! পর্ব-১

আসসালামুয়ালাইকুম, অনেক দিন পরীক্ষার কারনে ব্লগ লিখা হয় না । আপনাদের সাথে অনেক দিন থাকতে না পেরে আমি আন্তরিক ভাবে দুঃখিত । এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকবে ।

আর এখন থেকে আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি , ইংরেজি নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল । সাথে থাকবেন আশা করি ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাংলা অর্থ জানিনা  বা মনে থাকে না ! ! !

 

 

 

এমনই কিছু শব্দার্থঃ পর্ব-১

 

  • Advocate – সমর্থক, কাহারও পক্ষে বলা । (এই শব্দটি আমরা আইনী কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করি ।)

 

  • Apex – চূড়া, শৃঙ্গ (আমদের দেশের বিখ্যাত জুতার একটা ব্যান্ড ।)

 

  • Appeal-অনুরোধ করা (এই শব্দটিও আমরা আইনী কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করি ।যেমনঃ আদালতে আপীল করা হয়েছে।)

 

  • Appliance- যন্ত্রপাতি (বিভিন্ন ক্রোকারিজের দোকানে লিখা থাকে,যেমনঃ Home Appliance)

 

  • Attribute – কারন হিসাবে আরোপ করা । (HTML কোডিং এ ব্যবহার করা হয়।)

 

  • Campaign – কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত ভাবে একত্রে যে কাজ করা হয় এমন ।

 

  • Carve – খন্ড খন্ড করে কাটা,পাথর/কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করা ।

 

  • Chart – নকশা বা তালিকা ।

 

  • Circular – সবখানে ছাড়িয়ে দেওয়া । (যেমনঃ বিভিন্ন জব সার্কুলার ।)

 

  • Colleague – সহকর্মী । (যেমনঃ সে আমার কলিগ ।)

 

  • Compromise – বিবেচনা করা । (যেমনঃ তুমি একটু কম্প্রমাইস কর।)

 

  • Contrast – তুলনা করিয়া পার্থ্যক দেখানো ।

 
চলবে >>>
 
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ! !

 

2 thoughts on “কিছু Common English Word যার ইংরেজিটায় সাধারণত আমরা ব্যবহার করি , কিন্তু বাংলা অর্থ জানিনা বা মনে থাকে না ! ! পর্ব-১”

  1. হুম , সুন্দর পোস্ট । এগুলোর অর্থগুলো বেশিরভাগ সময়েই মনে থাকেনা । পরে কোথাও অর্থ দেখলে মাথার চুল ছিড়তে ইচ্ছে করে । এত সহজ বিষয় না পারার জন্য । :p

Leave a Comment