টুইটারে আনফলোয়ারকে আনফলো করার সহজ পদ্ধতি

আমরা মুটামুটি সবাই জানি যে টুইটার হচ্ছে মাইক্রোব্লগিং সাইট। মার্কেটিং এবং বিভিন্ন প্রমোশনাল টুলসের মধ্যে টুইটার বেস্ট, এবং একজন ব্লগারের জন্য টুইটার ব্যবহার করা অপরিহার্য বিষয়। মাঝে মাঝে হয়ত আমাদের ভিতর অনেক টেনশনে পড়ে যান টুইটার একাউন্টের ফলোয়ার বা আনফলোয়ার দের নিয়ে। ফলোয়ার হচ্ছে যারা আপনাকে ফলো বা অনুসরন করেছে, আর আনফলোয়ার হচ্ছে যারা আপনাকে ফলো বা অনুসরন করেনি কিন্তু আপনি তাদের যে কোনোভাবে ফলো বা অনুসরন করেছেন। আপনার যত বেশি ফলোয়ার থাকবে, আপনি ততবেশি মার্কেটিং করতে পারবেন বা আপনার টুইট এর রিয়েকশন বা লিঙ্ক সিটিআর বা রিপ্লাই ততবেশি হবে।

এখন দেখা যায় কিছু ফেইক ফলোয়ার আপনাকে ফলো করে এবং একটা নির্দিষ্ট সময় পর বা আপনি তাকে ফলো করার পর সে আপনাকে আনফলো করে দেয়। আবার অনেকে Twiends বা এইরকম কিছু টুলস ব্যাবহার করে ফলোয়ার বাড়ায় এবং পরে আনফলো করে দেয়। যারা আপনাকে ফলো বা অনুসরন করে না তাদেরকে খুজে বের করে আনফলো করা একটু কষ্টের, তবে অনলাইনে অনেক ধরনের টুলস বা এপ্লিকেশন রয়েছে আনফলো করার বা আনফলোয়ার খুজে বের করার, আমি খুব সহজ একটি টুলস শেয়ার করছি, যা দিয়ে খুব সহজেই আপনি অনাকাঙ্ক্ষিত বা আনফলোয়ারদের খুজে বের করতে পারবেন এবং আনফলো করে দিতে পারবেন। টুলসটির নাম হচ্ছে ম্যানেজ ফিল্টার, এটা এক ধরনের অনলাইন টুলস বা এপ্লিকেশন।

কিভাবে করবেন?

  • প্রথমে ম্যানেজ ফিল্টার এ যান।
  • সাইনআপ এ ক্লিক করে “Connect to twitter” এ ক্লিক করুন।
  • এখন আপনার টুইটার একাউন্ট দিয়ে লগিন করেন।
  • এখন আপনি স্ক্রিনে দেখতে পাবেন কারা আপনাকে ফলো করেনি।
  • যাদেরকে আনফলো করতে চান সিলেক্ট করে ডান সাইডে “Unfollow” অপশন এ ক্লিক করেন। এখানে সিলেক্ট করার ২টা সিস্টেম আছে।
  • ব্যস হয়ে গেল আপনার কাজ।

এই এপ্লিকেশনে আরো কিছু টুলস রয়েছে।

  • কাদের প্রোফাইল পিকচার নেই।
  • ফেক ফলোয়ার বা স্প্যাম একাউন্ট।
  • কারা নন ইংলিশ।
  • কারা বেশি ফলো করে।
  • ইনেক্টিভ কারা।
  • আরো অনেক কিছু ……।

আমি আগেও বলেছি যে অনলাইনে এরকম অনেক এপ্লিকশন আছে। ম্যানেজ ফিল্টার যদি আপনার পছন্দ না হয় তাহলে অন্যগুলা ব্যবহার করে দেখতে পারেন। একটু কষ্ট করে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আশা করি। আমি এর আগে পোস্ট করেছিলাম “গুগল কোডে কিভাবে ফাইল হোস্ট করবেন’ । যদি পোস্টটি না পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে পড়ে নিন।

1 thought on “টুইটারে আনফলোয়ারকে আনফলো করার সহজ পদ্ধতি”

  1. দারুন একটা জিনিস শেয়ার দিলেন….. যারা টুইটার এ আনফলোর খুঁজে বেড়াচ্ছেন তাদের কাজে লাগবে …

Leave a Comment