মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৮)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৮ম পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের পর্ব।

সময় সল্পতার কারনে গত পর্বে আমরা Edit মেনুর(ছবিতে দেখানো) ১ ও ২ নং আলোচনা করেছিলাম। আজ মাইক্রোসফট অফিস এর Edit মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো(খন্ড-২)- আমরা ছবিতে দেখানো ৩নং থেকে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লা। গত পর্বের পোস্টটি যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এর Edit মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো(খন্ড-১)

edit menu

3. Cut: Cut হচ্ছে কোন লেখা বা অন্ন কিছুকে কেটে বা মুছে অন্ন কোন স্থানে একাধিকবার ব্যাবহার করা বা Paste করা। ব্যাপারটা অনেকটা মুভ এর মত। Cut করতে হলে আপনাকে অবশ্যই টেক্সট বা লেখাকে সিলেক্ট করে নিতে হবে(যতটুকু প্রয়োজন) তারপর Edit মেনু থেকে Cut এ ক্লিক করতে হবে অথবা কী-বোর্ড হতে Ctrl+X প্রেস করতে হবে।

4. Copy: Copy হচ্ছে কোন লেখা বা অন্ন কিছুকে কপি করে অন্ন কোন স্থানে একাধিকবার ব্যাবহার করা বা Paste করা। আপনি যদি কোন লেখাকে Cut অথবা Copy করে অন্ন কোন স্থানে ব্যাবহার বা Paste করতে চান তবে আপনাকে প্রথমে অবশ্যই টেক্সট বা লেখাকে সিলেক্ট করে নিতে হবে(যতটুকু প্রয়োজন) তারপর Edit মেনু থেকে Copy এ ক্লিক করতে হবে অথবা কী-বোর্ড হতে Ctrl+C প্রেস করতে হবে। পুরো পেজ বা অল সিলেক্ট করতে হলে কী-বোর্ড হতে Ctrl+A প্রেস করতে হবে(৬নং এর অনুরুপ)।

5. Paste: Paste হচ্ছে কোন কিছু Copy বা Cut করার পর তা বিভিন্ন জায়গায় স্থানান্তর বা ডুপ্লিকেট করা বা রাখা। Paste, Copy ও Cut বিষয়গুলো একটি অন্নটির সাথে জড়িত। কোন কিছু Paste করতে হলে আপনাকে অবশ্যই টেক্সট বা লেখাকে পূর্বে Cut অথবা Copy নিতে হবে তারপর আপনি যেখানে Paste করতে চান সেখানে কার্সর রেখে Edit মেনু থেকে Paste এ ক্লিক করতে হবে অথবা কী-বোর্ড হতে Ctrl+V প্রেস করতে হবে।

সময় সল্পতার কারনে আজ এ পর্যন্তই লিখলাম, আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Edit মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলো(খন্ড-৩) নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। আসসালামুয়ালাইকুম !

4 thoughts on “মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৮)”

  1. ভাই আমাকে একটু হেল্প করবেন, ওয়ার্ড ফাইলকে কি ভাবে এক্সেলএ ফাইলে কনভার্ট করা যাই ।.
    Places , ANS টা খুব তারাতারি দীলে ভালো হয় ।.
    যেমনঃ এই ফাইল টা কপি পেস্ট ছাড়া অন্য কোন উপাই আছে কি।.
    Mita lives in a village with her …………….
    brothers
    sisters
    family
    aunt
    c
    Her father is a ……………..
    teacher
    postmaster
    doctor
    gamemaster
    b
    3. Her ……………. is a primary school teacher.
    a. mother
    b. aunt
    c. uncle
    d. brothers
    a
    4. She has a ………… sister.
    a. step
    b. little
    c. cousin
    d. aunt
    b
    5. They are a …………. family.
    a. small
    b. big
    c. happy
    d.unhappy
    c
    6. The name of the the girl is Mita.
    a. True
    b. False
    a
    7. Her father is a teacher.
    a. True
    b. False
    b
    8. She has an elder sister.
    a. True
    b. False
    b
    9. Her grandparents live with her uncle.
    a. False
    b. True
    a
    10. They are a happy family.
    a. False
    b. True
    b
    11. One day the hare invited the ………………. to a race.
    a. fox
    b. tortoise
    c. dog
    d.cat
    b
    12. All other animals of the …………….. come to see the race.
    a. jungle
    b. area
    c. hills
    d.homes
    a
    13. The ………… started.
    a. game
    b. match
    c. race
    d. tortoise
    c

  2. ভাইয়া, আমি বলছিলাম ওয়ার্ড ফাইল কে কি এক্সেল ফাইল এ কনভার্ট করা যাবে
    যেমনঃ এই টা

    সুচারুভাবে শব্দের অর্থ কি?
    খুব সুন্দরভাবে
    খুব খারাপভাবে
    খুব আলতভাবে
    খুব নরমভাবে
    উত্তরঃ a
    উল্লাস শব্দের অর্থ কি?
    মনখারাপ করা
    চরম আনন্দ প্রকাশকরা
    উত্তাপ্ত হওয়া
    অসুস্ত হওয়া
    উত্তরঃ b
    এইটা কে আমি এম এস ওয়ার্ড করেছি এখন এক্সেল এ নিব। আমি চাই কপি পেস্ট ছাড়া কি ভাবে সম্ভব । আছে কি কোন উপাই থাকলে বলবেন।

Leave a Comment