মাইক্রোসফট ওয়ার্ড শিখুন প্রফেশনাল মানের (পর্ব-৬)

আসসালামুয়ালাইকুম ! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন। সকলকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল এর ৬ষ্ঠ পর্বে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের পর্ব। আজ আমরা শিখব মাইক্রোসফট অফিস এ কিভাবে একটি পেজকে নিজের মত করে মার্জিন ও অরইএনটেসোন সেট করা যায়

গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট অফিস এ কিভাবে একটি পেজকে কাজের ধরন অনুযায়ী সেটআপ করা যায় তা নিয়ে। যদি কেউ না দেখে থাকেন তবে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন-

মাইক্রোসফট অফিস এ কিভাবে একটি পেজকে কাজের ধরন অনুযায়ী সেটআপ করা যায়

Set Page Margins:

মার্জিন শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। আমরা যেমন আমাদের খাতায় স্কেল দিয়ে মার্জিন করে থাকি, বিষয়টা অনেকটা সেরকমই। মার্জিন হচ্ছে একটি পেজের নিদ্রিস্ট পরিমান অংশ ছেড়ে লেখাগুলোকে সুসজ্জিত ভাবে উপস্থাপন করা। আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী পেজকে বিভিন্নভাবে মার্জিন করতে পারি। চলুন দেখা যাক মাইক্রোসফট অফিস এ কিভাবে একটি পেজের মার্জিন সেট করা যায়। প্রথমে মেনু বার থেকে ফাইল মেনুতে ক্লিক তারপর Page Setup তারপর Margins ট্যাব এ ক্লিক তারপর Top, Bottom, Left Right এ যথাক্রমে কতটুকু মার্জিন চাই তা উল্লেখ করে দিলেই আমাদের পেজের মার্জিন সেট হয়ে যাবে। এবার নিজেই লিখে দেখুন আপনার লেখাগুলো উল্লেখিত মার্জিনএর ভেতরে হচ্ছে।

Orientation Set:

Orientation হচ্ছে আমাদের পেজটি কি আমরা Portrait(লম্বালম্বি) স্বাভাবিক রাখতে চাই নাকি Landscape(আড়াআড়ি) রাখতে চাই। আমরা আমাদের সুবিধা অনুযায়ী তা উল্লেখ করে দিব। অবশেষে Ok বাটনে ক্লিক করব। নিচের স্ক্রীনশর্টটি ভালভাবে লক্ষ করুন-

page margins

এভাবেই আমরা আমাদের পেজকে নিজের মত করে আকর্ষণীয় করে তুলতে পারি প্রফেশনালদের মত।

আজ এ পর্যন্তই আগামী পর্বে মাইক্রোসফট অফিস এর Edit মেনুর গুরুত্বপূর্ণ কাজগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার অগোছালো পোষ্টটি পরার জন্য। আর পোষ্ট সম্বন্ধে আপনাদের মতামত বা সমস্যা অবশ্যই জানাবেন। আসসালামুয়ালাইকুম !

Leave a Comment