ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-১২(Save File)

►►যেভাবে ইউটিউবের ভিডিও স্ট্রিমিং করে দেখবেন:◄◄

প্রথমেই এই লিঙ্ক থেকে Ultra Surf ডাউনলোড করে নিন। [১.৫ মেগাবাইট]
✔এখন ফাইলটি আনজিপ করুন

✔এর মধ্যে u1203 নামের একটা এক্সিকিউট্যাবল ফাইল দেখবেন। সেটা ওপেন করুন

✔কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আল্ট্রাসার্ফের ছোট একটি উইন্ডো ওপেন হয়েছে। আরেকটু অপেক্ষা করলে Successfully Connected To Server লেখা আসবে। এর মানে হল আপনার আইপি বদলে গিয়েছে। 🙂

✔আল্ট্রাসার্ফ ওপেন করলে আবার একই সাথে Internet Explorer চালু হয়। সেটা কেটে দিতে পারেন। আমাদের সব কাজ ফায়ারফক্স বা গুগল ক্রোমেই করতে হবে B-)।

✔এখন যেকোন একটি ওয়েব ব্রাউজার ওপেন করুন ও ইউটিউব এ ভিসিট দিন। http নাকি https কোনটাই জানার দরকার নাই।

✔দেখুন ইউটিউব ওপেন হচ্ছে 😀 । এবার সার্চ বক্সে যে ভিডিও খুঁজছেন সেটা লিখে সার্চ দিন।

আরো বিস্তারিত জানতে মূল পোস্ট দেখুন এখানে।

কোন সমস্যা হলে জানাবেন। 🙂

এই পর্বে ফাইল কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক ফরম্যাটের ভিড়ে কোন ফরম্যাট ব্যবহার করবেন সেটা জানতে পারবেন এই টিউটোরিয়াল এ।

Bangla Photoshop Tuto -12(Save File)

অথবা সরাসরি ইউটিউব ভিডিও লিঙ্ক এখানে।

Leave a Comment