আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন কোন প্লাগিন ছারাই.

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লিখা আরম্ভ করলাম।

আমরা অনেকেই আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক কমেন্ট বক্স ব্যাবহার করে থাকি, কিন্তু বেশিরভাগ মানুষেই প্লাগিন ব্যাবহার করে এই কমেন্ট বক্স ব্যাবহার করেন। আমি আজকে আপনাদের দেখাব কেমন করে প্লাগিন ছারা আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করা যাই।

তাহলে চলুন দেখি কেমন করে প্লাগিন ছারা ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করা যাই।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন।

এবার Appearance > Editor এ যান।

এবার আপনার থিমের header.php ফাইলটি ওপেন করুন এবং নিচের কোডটি লিখে সেভ করুন।

[php]
<head>
<meta charset="<?php bloginfo( ‘charset’ ); ?>" />
<meta property=’fb:app_id’ content=’YOUR APP ID’ />
<meta property="fb:admins" content="YOUR FACEBOOK USER ID" />
<title><?php wp_title( ‘|’, true, ‘right’ ); bloginfo( ‘name’ ); ?></title>
<link rel="pingback" href="<?php bloginfo( ‘pingback_url’ ); ?>" />
</head>
[/php]

উপরের কোডে লক্ষ্য করে দেখুন  ‘YOUR APP ID’ এবং  ‘Your Facebook User ID’  লিখা আছে।

‘YOUR APP ID’ তে আপনার ফেসবুক এপ্লিকেশনের আইডি দিন এবং ‘Your Facebook User ID’ তে আপনার ফেসবুকের ইউজার আইডি দিন।

এবার আপনার থিমের comments .php ফাইলটি ওপেন করুন এবং নিচের কোডটি লিখে সেভ করুন।

[php]
<div id="fb-root"></div>
<script>(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = "http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=YOUR APP ID";
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));</script>
<div class="fb-comments" data-href="<?php the_permalink(); ?>" data-num-posts="6" data-width="700" publish_feed="true"></div>
[/php]

ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার ব্লগের পোস্টের নিচে গিয়ে দেখুন ফেসবুক কমেন্ট বক্স যুক্ত হয়েছে।

কোন দরনের সমস্যা হলে মন্তব্বের মাধ্যমে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

2 thoughts on “আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন কোন প্লাগিন ছারাই.”

  1. আমার একটি ব্লগ আছে wordpress.com এ আমি এখানে ফেসবুক কমেন্ট বক্স ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু প্লাগিন ব্যবহার করতে না পারাই আমি কমেন্ট বক্স ব্যবহার করতে পারছি না। আর আপনার পোষ্ট অনুযায়ী appearance এর পরে editor নাই। appearance এ যে সকল সাব মেনু আছে তা হচ্ছে theme,customize,widgets,menu,theme option,background,custom design,mobile ……………. আমি তাহলে কোথাই কোড গুলো লিখব?

Leave a Comment