ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৯(Layer Panel poject III)

এই টিউটোরিয়াল এর সাউন্ড একটু কম হয়ে গেছে তাই দুঃখিত। তবে বুঝতে কোন সমস্যা হবে না। লেয়ার প্যানেলের এই প্রজেক্টটি যদি আপনি ভাল করে বুঝতে পারেন তাহলে সামনে কাজ করতে অনেক সুবিধা পাবেন আপনি।

সোর্স ফাইলের জন্য আবারও দুঃখিত। নেট স্পীড ভাল হলে সোর্স ফাইল আপলোড করতে পারতাম। তবে সামনে থেকে চেষ্টা করবো। সাথেই থাকুন।

6 thoughts on “ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৯(Layer Panel poject III)”

  1. ভাই আপনাকে অনেক ধন্যবাদ, অসাধরন টিউটোরিয়াল এর জন্য । আমি অনেক গুলো বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখেছি , যার মধ্যে ভিডিও মান খুবই খারাপ এবং ভাল করে সহজ সরল ভাবে উপস্হাপন ও করতে পারে না কিন্তু আপনার ভিডিও টিউটোরিয়াল সত্যিই অসাধরন এবং আপনার মানুষকে বোঝানোর ক্ষমতা অন্যদের চাইতে হাজার গুনে ভাল । আশা করি সম্পুর্ন ফটোসোপ এর টিউটোরিয়াল আমাদের জন্য চালিয়ে যাবেন । ভাল থাকুন । ধন্যবাদ

    1. হাসান যোবায়ের

      অনেক ধন্যবাদ ইকবাল ভাই সাথে থাকার জন্য। 🙂
      তবে এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে যেহেতু ইউটিউব ব্যান হয়ে গেছে তাই কিভাবে ভিডিও টিউটোরিয়াল দিব চিন্তা করতেছি।
      অন্য সাইটে আপলোড করা যায় তবে সেটা স্ট্যাবল না, কি করবো বুঝতে পারছি না। 🙁

  2. Md. Raihanul Ihsan

    আমি CS6 ভার্শনে Scan করতে পারছি না। এ ভার্সনে কিভাবে Scan করা যায় একটু জানাবেন প্লিজ।

Leave a Comment