ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৭(Layer Panel poject I)

আগের টিউটোরিয়ালগুলো ছিল অনেকটা থিওরি টাইপ। এই পর্ব থেকে লেয়ার প্যানেলকে পরিচয় করিয়ে দেয়া হবে প্রজেক্টের মাধ্যমে। একটি প্রজেক্ট শেষ করতে কয়েকটি ভিডিও পর্ব শেয়ার করা হবে। আর আশা করি এই প্রজেক্টের মাধ্যমে লেয়ার প্যানেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবেন।

এই প্রজেক্টে যে ফাইলগুলো ব্যবহার করা হয়েছে সেই ফাইলগুলো প্র্যাকটিসের জন্য শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু নেট স্পীড সীমিত বিধায় করা গেল না। তাই আপনার নিজেরা কিছু ইমেজ দিয়ে প্র্যাকটিস করে নিবেন। ভবিষ্যতে ভাল নেট হলে সোর্স ফাইল আপলোড করে দিব। 🙂

Leave a Comment