ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৪(Zoom Tool)

টিউটোরিয়াল করা আসলেই বেশ কষ্ট এবং সময়ও লাগে প্রচুর। তবে সুবিধা হচ্ছে নিজের জ্ঞানটাও ঝালিয়ে নেয়া যায়। এছাড়াও কারো যখন কাজে লাগে তখনও অনেক ভাল লাগে। তবে আপনাদের কাজে লাগছে কিনা ঠিক বুঝতে পারছি না। 😛

যাই হোক কোন সমস্যা থাকলে বা টিউটোরিয়াল ভাল করার কোন আইডিয়া থাকলে অবশ্যই শেয়ার করবেন।

এই পর্বে আলোচনা করা হয়েছে Zoom টুল নিয়ে। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিভাবে ইমেজ জুম করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে কোন সমস্যা হবে না। 🙂

1 thought on “ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৪(Zoom Tool)”

  1. হাসান যোবায়ের

    ভিডিওতে কী বোর্ড শর্টকাটগুলো উলটা পালটা দেখাচ্ছে বুঝলাম না কি সমস্যা হইল।
    সামনে থেকে ঠিক হয়ে যাবে আশা করি।

Leave a Comment