সিপ্যানেল – পাসওয়ার্ড পরিবর্তনের পদ্ধতি (পর্ব-৭)

স্বাগতম আজকের পর্বে। আজকে আমরা সিপ্যানেল অ্যাকাউন্ট এ কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা দেখবো 😀 তাহলে চলেন শুরু করি আজকের পর্ব 😀

প্রথমে আপনার সি প্যানেল এ লগইন করুন।

এবার preferences থেকে  change password এ ক্লিকান। 😀

এইবার একটা ফর্ম আসবে এই ফরমটা পূরণ করবেন।

Old Password: এখানে আপনার আগের পাসওয়ার্ড দিবেন।

New Password: এইখানে আপনার বর্তমান যেই পাসওয়ার্ডটি দিতে চান তা দিবেন।

New Password (again): এইখানে পাসওয়ার্ড ঠিক কিনা তা ভেরিফিকেশনের জন্য নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন।

Password Strength: এই বারটিতে আপনার পাসওয়ার্ড কত কঠিন হয়েছে তা দেখাবে।

এইবার Change your password now এ ক্লিকান 😛
Note: আপনি যদি সিপ্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে সেই সাথে আপনার এফটিপি এবং ফ্রন্টপেজ এর পাসওয়ার্ড ও পরিবর্তন হয়ে যাবে 😀

এবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেলে এরকম মেসেজ আসবে। এবার Go back এ ক্লিক করুন।

তাহলে একটা পপআপ মেনু আসবে এখানে ইউজারনেম আর সিপ্যানেল এর বর্তমান পাসওয়ার্ড দিন।

এবার তাহলে আপনি আপনার সিপ্যানেল এর হোমপেজ এ আসতে পারবেন 😀

আজকে এই পর্যন্তই। এরপরের পর্বে সাবডোমেইন তৈরি করা দেখবো।

Leave a Comment