জিমেইল এ পড়া হইনি এমন ইম্পরট্যান্ট মেইলগুলোকে যেভাবে আলাদাভাবে দেখাবেন

মেইলিং এর জন্য গুগলের জিমেইলই সেরা। এই ব্যাপারে কারো দ্বিধা আছে বলে আমার মনে হয়না! কারন জিমেইলে যে সকল সুবিধা রয়েছে তা অন্যান্য মেইলিং এর চেয়ে বেশিই। কিন্তু তাই বলে জিমেইলে এর মধ্যে  প্রয়োজনীয় সব অপশন রয়েছে তা কিন্তু না! জিমেইলে প্রয়োজনীয় অনেক অপশনই নেই!

যেমন- আনরীড ইম্পরট্যান্ট মেইল আলাদাভাবে পেজে দেখানো,বা সকল আনরীড মেইল

একত্রে পেজে দেখানো,  অথবা সকল ইম্পরট্যান্ট মেইলকে আলাদা করে একত্রে দেখানো বা আরও অনেক কিছু।


তবে ব্যাপার হচ্ছে এসবের জন্য আলাদাভাবে অপশন দরকার পড়ে না। গুগলই তার সমাধান দেবে।

  • জিমেইলের সার্চ অপশনে “is:unread” লিখে সার্চ করলেই  আনরীড মেইলগুলোর আলাদা তালিকা দেখাবে যেখানে রীড কোন মেইল থাকবেনা।
  • যদি ইম্পরট্যান্ট মেইলগুলো খুঁজতে চান তাহলে “is:unread is:important” লিখে সার্চ করলেই তা দেখাবে । একই পদ্ধতিতে আপনি চাইলে রীড, আনরীড ইম্পরট্যান্ট সকল মেইলও আলাদা ভাবে দেখতে পারবেন।
  • এভাবে এটাচম্যান্টযুক্ত মেইলগুলো বা স্টারযুক্ত মেইলগুলো খুঁজে বের করা সহজ। “has:attachment” লিখে সার্চ দিলেই এটাচম্যান্টযুক্ত মেইলগুলো বের হয়ে আসবে। আর “is:starred” লিখে সার্চ দিলে স্টারযুক্ত মেইলগুলো বের হয়ে আসবে।

আরো বেশি কিছু, এডভান্স কিছু জানতে চাইলে গুগল হেল্প পেইজ এর সাহায্য নিতে পারেন। গুগলের সার্চ পদ্ধতির ধরণ সম্পর্কে অনেক কিছু,বিশাল কিছু জানতে পারবেন।

Leave a Comment