সিপ্যানেল – এডন ডোমেইন যুক্ত করা (পর্ব-৬)

স্বাগতম আজকের পর্বে। আজকে আমরা সি প্যানেল এ কি করে এডন ডোমেইন যোগ করা যায় তাই দেখবো। তার আগে আসেন জেনে নেই এডন ডোমেইনটা কি। কারন এখনও অনেক মানুষ সাবডোমেইন আর এডন ডোমেইন এর মধ্যে ঝামেলা বাধায়।

সাবডোমেইনঃ আপনার কাছে ধরেন www.tutorialbd.com ডোমেইন আছে 😛 আপনি এইটার মালিক 😛 এখন আপনি ইচ্ছা করলে এর অনেক সাবডোমেইন তৈরি করতে পারেন। যেমনঃ help.tutorialbd.com বা support.tutorialbd.com । কিন্তু আপনার ডোমেইন কিন্তু একটাই থেকে গেল। আর সেটা হচ্ছে tutorialbd.com আপনি শুধু এখানে www এর জায়গায় আপনার পছন্দের নাম দিয়ে আরেকটা ডোমেইন বানালেন।

এডন ডোমেইনঃ ধরেন আপনার কাছে ৩টা ডোমেইন আছে । www.tutorialbd.com , www.google.com এবং www.facebook.com । আপনি একটা হোস্টিং কিনলেন। এখন হোস্টিং কেনার সময় যেই ডোমেইন দিয়ে হোস্টিং কিনেছেন। সেইটা হচ্ছে প্রাইমারি ডোমেইন। এখন হোস্টিং কম্পানিরা আপনাকে ১টি সিপ্যানেল অ্যাকাউন্ট এ একাধিক ডোমেইন অ্যাড করার সুবিধা দেয়। এখন আপনি যদি আপনার ঐ আগের সি প্যানেল আরও ডোমেইন ব্যবহার করেন তবে সেগুলা হচ্ছে এডন ডোমেইন। মনে করেন আপনি tutorialbd.com দিয়ে হোস্টিং কিনলেন তাহলে এইটা হচ্ছে প্রাইমারি ডোমেইন। আর এরপর google.com আর facebook.com যদি আপনি আপনার ঐ একই সিপ্যানেল অ্যাকাউন্ট দিয়ে হোস্ট করতে চান তাহলে আপনাকে এগুলা এডন ডোমেইন হিসাবে ব্যবহার করতে হবে।

আশা করি সবার কাছে এই ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে। নাহলে কমেন্ট এ বলবেন আবার বুঝিয়ে দিবো 😀

এবার আসেন এডন ডোমেইন কিভাবে যুক্ত করবো o.O

এডন ডোমেইন যুক্ত করা

সিপ্যানেলের ডোমেইন অংশে এডন ডোমেইনে ক্লিক করুন

এডন ডোমেইন তৈরীর ফর্মটি আসবে। এটি অনেকটা সাবডোমেইন তৈরীর পদ্ধতির কাছাকাছি।

New Domain Name: অংশে নতুন ডোমেইনের নাম দিন।
Subdomain/FTP Username: এখানে এফটিপি ইউজার নাম দিন।
Document Root: যে ফোল্ডারটিতে সাইটের তথ্যগুলো সঞ্চয় করা হবে তার নাম দিন।
Password: এখানে এফটিপি পাসওয়ার্ড দিন।
Add Domain এ ক্লিক করলে নতুন ডোমেইনটি যুক্ত হবে। এবং ফোল্ডারে রক্ষিত ফাইলগুলোই সেই ডোমেইনের সাইটে প্রদর্শিত হবে।


আপনার এডন ডোমেইন যুক্ত হয়ে গিয়েছে 😀
এডন ডোমেইন রিমুভঃ

আপনি নিচে ডোমেইন লিস্ট থেকে যেই অ্যাডন ডোমেইনটা কাটতে চান তার পাশে রিমুভ এ ক্লিক করুন 😀 তাহলে অ্যাডন ডোমেইন রিমুভ হয়ে যাবে 😀

আজকে এই পর্যন্তই। এরপরে পর্বে আমরা সিপ্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করা শিখবো 😀

3 thoughts on “সিপ্যানেল – এডন ডোমেইন যুক্ত করা (পর্ব-৬)”

  1. “মনে করেন আপনি tutorialbd.com দিয়ে হোস্টিং কিনলেন তাহলে এইটা হচ্ছে এডন ডোমেইন।”
    এড-অন ডোমেইন না প্রাইমারি ডোমেইন?

    আর দিপ্ত ভাই লেখাতে ইমোটিক কম ব্যাবহার করলে মনে হয় ভাল হয়।
    আপনাকে গুগল + এ পাই না কেন? কই থাকেন?

    1. ধন্যবাদ আজব ভাই ঠিক করে দিয়েছি । আর এবার থেকে আপনার কথা মাথায় রেখে ইমোটিক কম ব্যবহার করবো।
      আর আপনি কই আপনাকে তো গুগল + এ পাই না ভাই।

  2. Wow, amazing blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your site is magnificent, let alone the content!. Thanks For Your article about সিপ্যানেল – এডন ডোমেইন যুক্ত করা (পর্ব-৬) | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment