ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০১(Open Image,Bridge)

কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। আমি নিজে নিজে বাসায় বসে যখন গ্রাফিক্সের কাজ শিখছিলাম তখন বাংলাতে ভাল টিউটোরিয়াল খুজেছিলাম অনেক। তখনি আমার ইচ্ছা হয়েছিল বাংলাতে গ্রাফিক্সের উপর টিউটোরিয়াল তৈরি করবো। তারই ধারাবাহিকতায় আমি এখন থেকে নিয়মিত ফটোশপের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো।

যেহেতু এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল তাই অনেক ভুল ভ্রান্তি থাকবে এবং থাকাটাই স্বাভাবিক তাই মন্তব্য করে ভুলগুলো বা আরো কিভাবে ভাল টিউটোরিয়াল তৈরি করা যায় তা পরামর্শ দিলে উপকৃত হই। এছাড়া আপনাদের রেসপন্স থেকেই বুঝতে পারবো আমার টিউটোরিয়াল আসলেই দরকার কিনা। 🙂

আমার প্রথম টিউটোরিয়ালে আমি শেয়ার করেছি কিভাবে ইমেজ ওপেন করতে হয় এবং Brige এর ব্যবহার। আরেকটা কথা বলে রাখি আমি Beginner Level থেকে শুরু করেছি। তবে ধীরে ধীরে এডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ। 🙂 সাথেই থাকুন-হাসান যোবায়ের।

Bangla Photoshop Tuto 01-open image,bridge

এখানে দেখতে সমস্যা হলে ইউটিউবে সরাসরি দেখুন।

2 thoughts on “ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০১(Open Image,Bridge)”

  1. আপনার ভিডিও টিউটোরিয়ালে কোন ভিডিও দেখা যায় না । youtube এর লিংক টিতে কোন ভিডিও নেই । আপনাকে নতুন করে post করতে হবে । ধন্যবাদ

    1. হাসান যোবায়ের

      http://youtu.be/Wbdn6EomRB4

      দুঃখিত। লিঙ্ক ঠিক করে দিচ্ছি। আসলে এখানে শো করানোর জন্য লিঙ্কে এডিট করতে গিয়ে এই সমস্যা হয়েছে।

Leave a Comment