সি প্যানেল – ওয়েব মেইলের ব্যবহার (পর্ব-৫)

যাদের নিজস্ব সি প্যানেল সহকারে ওয়েবসাইট আছে তারা যদি নিজের সাইট এর মাধ্যমে মেইল সার্ভিস চালু করে তাহলে তারা সেই মেইল গুলা পড়া, মেইল সেন্ড করা ইত্যাদি ওয়েব মেইল এর মাধ্যমে করতে পারবে।  নিজের সাইট এর মাধ্যমে কিভাবে মেইল সার্ভিস চালু করে তা এই  টুট থেকে দেখে নিতে পারেন।

আপনার ইমেইল তৈরি হলে আপনি ৪ভাবে মেইল এ এক্সেস করতে পারবেন।

১। সরাসরি ওয়েবমেইল এ ক্লিক করে।

২।http://www.yourdomainname.com/webmail এর মাধ্যমে।

৩। http://webmail.yourdomainname.com এর মাধ্যমে ।

৪। http://www.yourdomainname.com:2095 এর মাধ্যমে।

আমি প্রথমে http://www.yourdomainname.com:2095 এ যেয়ে ইউজারনেম আর পাসওয়ার্ড  দিয়ে ওয়েব মেইল এ লগইন করলাম।

এবার লগইন করা হলে ৩টা ওয়েবমেইল ক্লায়েন্ট (Horde, RoundCube and SquirrelMail) থেকে যেকোনো একটা ওয়েবমেইল ক্লায়েন্ট  পছন্দ করেন যেইটা আপনার ইচ্ছা।

আমরা এইখানে Squireel Mail ব্যবহার করবো।

এখন এইখান থেকে আপনি আপনার ইনবক্স চেক করতে পারবেন 😀

আবার আপনি Compose এ ক্লিক করে নতুন মেসেজ তৈরি করতে পারবেন।

এছারাও আপনি ড্রাফট (Inbox Draft) এ আপনি যদি কোন মেসেজ সেভ করে রাখেন তা দেখতে পারবেন। সেন্ট (Inbox Sent ) এর ভিতরে যেই যেই মেসেজ পাঠিয়েছেন তা দেখতে পারবেন। এবং ট্রাশ(Inbox Trash ) এর মধ্যে আপনি যদি কোন মেসেজ ভুলবশত ইনবক্স থেকে ডিলিট করে দেন। এখানে সব মেসেজ পাবেন। এইটা আপনার পিসি এর  রিসাইকেল বিন এর মতো। এখান থেকে আপনি আবার এগুলা রিস্টোর করতে পারবেন।

Leave a Comment