সি প্যানেল – এফটিপি একাউন্ট তৈরী (পর্ব-৪)

এফটিপি হলো File Transfer Protocol. এই ইন্টারনেট প্রোটেকোলের মাধ্যমে এক সারভার থেকে অন্য সারভারের বা ক্লাইন্ট থেকে সারভাবের তথ্য আদান প্রদান করা হয়। প্রায় সব অপারেটিং সিস্টেমেই এফটিপি একাউন্ট একসেস করা যায় তাছাড়া বেশ সুন্দর সুন্দর এফটিপি ক্লাইন্ট সারভার ভিত্তিক তথ্য আদান সফটওয়্যার প্রদানকে আরও সহজ করে তুলছে।

সি প্যানেলে অতি সহজে এফটিপি একাউন্ট এবং কোটা তৈরী করা যায়। সিপ্যানেলে এফটিপি একাউন্ট অংশে ক্লিক করতে হবে।

এবার লগইন এর ইউজার নেম,  পাসওয়ার্ড , ডাইরেক্টরি এবং আপনার অ্যাকাউন্ট কতটুকু জায়গা দখল করবে সব পূরণ করুন।

এখানে ডাইরেক্টরি যা দিবেন সেই অনুযায়ী আপনার এফটিপি অ্যাকাউন্ট এর হোম ডাইরেক্টরি ঠিক হবে। এইটা এডিট করবেন না যদি আপনি আপনার এফটিপি অ্যাকাউন্ট এর সকল ডাইরেক্টরিতে সম্পূর্ণ পাওয়ার পেতে চান।

এফটিপি অ্যাকাউন্ট রিমুভ

আপনি যেই সকল এফটিপি অ্যাকাউন্ট তৈরি করেছেন তা রিমুভ করাও যায় । এজন্য প্রথমে আপনাকে এফটিপি অ্যাকাউন্ট এ যেতে হবে।

এরপর আপনি আপনার লিস্ট থেকে যেইটা ডিলিট করতে চান সেইটাতে ডিলিট এ  ক্লিক করুন ।

 

2 thoughts on “সি প্যানেল – এফটিপি একাউন্ট তৈরী (পর্ব-৪)”

Leave a Comment